পাকিস্তানের বেলুচিস্তানে উগ্রবাদীদের হামলায় ৭ সৈন্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ২০:৪০
পাকিস্তানের বেলুচিস্তানে উগ্রবাদীদের হামলায় সাত সৈন্য নিহত হয়েছেন। শনিবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে পার্বত্য কালাত জেলার তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটে।
বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পার্বত্য কালাত জেলার তল্লাশি চৌকিতে শনিবার ভোরের দিকে কয়েক ঘণ্টা ধরে হামলা চালিয়েছে সশস্ত্র উগ্রবাদীরা। এতে সাতজন নিহত হয়েছে। এছাড়া আরো ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর ওপর উগ্রবাদীদের এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। উগ্রবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) রয়টার্সের প্রতিনিধির কাছে পাঠানো এক ই-মেইলে বলেছে, আধা-সামরিক বাহিনীর তল্লাশি চৌকিতে তাদের যোদ্ধারা হামলা চালিয়েছে।
সূত্র : রয়টার্স