দূষণের দিল্লিতে শ্বাস নেয়া দিনে ২৫টি সিগারেট খাওয়ার সমান!
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৫
ভারতের রাজধানী দিল্লির দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সেখানে শ্বাসপ্রশ্বাস নেয়া আর দৈনিক ২৫ থেকে ৩০টি সিগারেট খাওয়া সমান। এমনই চাঞ্চল্যকর দাবি করছেন ফুসফুস বিশেষজ্ঞরা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্ট বলছে, দিল্লির দূষণ থাবা বসিয়েছে সেখানকার বাসিন্দাদের আয়ুতেও। একধাক্কায় যা কমতে পারে সাত থেকে আট বছর! রাজধানীর দূষণের চেহারাটা কতটা ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে তাই যেন প্রমাণ করে দিচ্ছে এসব রিপোর্ট ও দাবি।
উল্লেখ্য, মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে ভারতের রাজধানীর বাতাসের গুণমান। ভারতের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টার সময়ে দিল্লির আনন্দ বিহারে বাতাসের একিউI পৌঁছে গিয়েছিল ৪৪১ পর্যন্ত। গত তি নদিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গোটা তাজমহল ‘ভ্যানিশ’ হয়ে গেছে পি সি সরকারের (জুনিয়র) ম্যাজিক ছাড়াই। পরিবেশবিদরা বলছেন, এখনই এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার উপায় নেই। অন্তত ছয় দিন একই ছবি দেখা যাবে দিল্লিতে। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। গত দুদিন ধরে ব্যাহত হয়েছে বিমান চলাচলও।
এমতাবস্থায় বায়ুদূষণের কুপ্রভাব নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, এই ধরনের বাতাসে শ্বাস নেয়ার ফল হতে পারে ফুসফুসের ক্যান্সার! মার্কিন এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে বলা হয়েছে ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা ৩০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায় এই পরিবেশে। কেবল ফুসফুসের ক্যান্সারই নয়, মাথা কিংবা গলার ক্যান্সারও হতে পারে এমন বায়ুদূষণে।
উল্লেখ্য, দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে। ফলে বাড়ছে নানা আশঙ্কা, যা সাম্প্রতিক রিপোর্টে আরো স্পষ্ট।
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা