উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন, মৃত ১০ শিশু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৬, আপডেট: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৬
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসিতে হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এনআইসিইউয়ের জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। দমকল পৌঁছনোর আগেই শিশু বিভাগের জানলা ভেঙে ৩৭ জন শিশুকে উদ্ধার করে বাইরে বের করা হয়। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, 'ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশিভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ১০ জন শিশু মারা গিয়েছে।'
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা