১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিমানে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - ছবি : আজকাল

বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লিযাত্রা থেমে গেছে ঝাড়খণ্ডে। শুক্রবার (১৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন দেওঘর বিমানবন্দরে অপেক্ষা করছে মোদিকে বহনকারী বিমান। টেকনিক্যাল দলের সব পরীক্ষা নিরিক্ষার পরে নেয়া হবে সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ঝাড়খণ্ডেই আটকে আছে মোদি।

ঝাড়খণ্ডে ইতোমধ্যে প্রথম দফার ভোট সম্পন্ন। দ্বিতীয় দফার ভোট ২০ নভেম্বর। ওই রাজ্যে ভোট প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর দিনেই ওই রাজ্যে প্রচার কর্মসূচি ছিল তার। দু’টি জনসভার পর ফের দিল্লিতে ফিরে যাবেন, পরিকল্পনা ছিল তেমনটাই। তবে দিল্লির উদ্দেশে উড়ে যাওয়ার আগেই ত্রুটি দেখা দিলো বিমানে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, দেওঘর বিমান বন্দরে সমস্যার সম্মুখীন হওয়ার পর সেখানেই রয়েছে বিমানটি। চলছে পরীক্ষা। প্রধানমন্ত্রীও বিমানবন্দরেই অপেক্ষা করছেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুণ।

৮১ আসনের ঝাড়খণ্ডে গত বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০টি আসন জিতেছিল। ভারতীয় জনতা পার্টি ২৫টি এবং কংগ্রেস ১৬ টি আসন জিতেছিল। নির্বাচনের ফলাফল বেরোনোর পর জেএমএম, কংগ্রেস এবং আরজেডির একটি জোট সরকার গঠন হয়। এবারের নির্বাচনী ইশেতেহারের দিকে চোখ রাখলে দেখা যাবে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রতিশ্রুতি দিয়েছে, এক অভিন্ন সিভিল কোড চালু করবে রাজ্যে এবং অনুপ্রবেশকারীদের ওই রাজ্য থেকে হটিয়ে দেবে।

অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঘোষণা করেছে, শিক্ষা, কৃষি এবং আদিবাসী অধিকারসহ নয়টি ক্ষেত্রে নজর দেয়ার পাশাপাশি সরকারি চাকরিতে নারীদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে রাজ্য।

কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, একটি বর্ণভিত্তিক আদমশুমারি এবং এক বছরের মধ্যে সকল শূন্য সরকারি পদ পূরণ করা হবে।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement