২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে বোমাতঙ্কে কলকাতাগামী বিমানের রায়পুরে জরুরি অবতরণ

ভারতে বোমাতঙ্কে কলকাতাগামী বিমানের রায়পুরে জরুরি অবতরণ - ছবি : সংবাদ প্রতিদিন

ভারতে বিমানে বোমা হামলার হুমকি যেন থামছেই না। গত অক্টোবরে তিন শতাধিক বোমাতঙ্ক ছড়ানো হয়েছে। এবার নাগপুর থেকে কলকাতাগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়। ফলে বিমানটি ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি আসে সিআইএসএফের কন্ট্রোল রুমে। এতে হুলস্থুল পড়ে যায়। ফলে বোমাতঙ্কের জেরে নাগপুর থেকে কলকাতাগামী বিমান ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সূত্রটি আরো জানায়, বুধবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরের সিআইএসএফ কন্ট্রোল রুমে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করেন। তিনি দাবি করেন, মুম্বাই-আজারবাইজান বিমানে মোহাম্মাদ নামের এক যাত্রীর কাছে শক্তিশালী বোমা রয়েছে। বিমানবন্দর উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এই ফোন পাওয়ামাত্র বিমানবন্দরের নিকটবর্তী থানায় খবর দেন সিআইএসএফন কর্মকর্তারা। দ্রুত বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়। যাত্রী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেয়া হয়। যদিও বোমা মেলেনি বলেই জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে বোমাতঙ্ক ছড়ায় নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে। ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের আশঙ্কায় রায়পুরে দ্রুত যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছে। সেখানে বিমানটিকে পরীক্ষা করে দেখেন বম্ব স্কোয়াড এবং অন্য বিশেষজ্ঞরা। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ৪৫০ ভুয়ো ফোনে তিন শতাধিক বিমানে বোমাতঙ্ক ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই সোশাল মিডিয়ায় হুমকি দেয়া হয়েছিল।

ইতোমধ্যেই বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, বোমাতঙ্ক ছড়ানোর চক্রান্তকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কিন্তু একাধিক বৈঠকে সিদ্ধান্তের পরও তা কমার কোনো লক্ষণ নেই। কয়েকদিন ধরে সরকার এ ধরনের উড়ো খবর ছড়ানো ব্যক্তিদের নো ফ্লাই তালিকাভুক্ত করবে বলে ঠিক করেছে। একইসাথে জানা গেছে, এইসব বোমাতঙ্কের অধিকাংশই সোশাল মিডিয়া ‘এক্স’ মারফত আসছে। যে ‘এক্স’ হ্যান্ডলগুলো থেকে এই হুমকিবার্তা পাঠানো হচ্ছে, সেগুলো চিহ্নিত করতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (১৪সি), ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) একযোগে কাজ করছে।

সূত্রটি আরো জানিয়েছে, বোমাতঙ্ক ছড়াতে যে ভুয়ো ফোন ব্যবহার করা হচ্ছে সেগুলোর নেপথ্যে ভিপিএন। প্রাথমিকভাবে জানা গেছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করেই হুমকিবার্তা পাঠানো হচ্ছে। আর সে কারণেই ওই বার্তা প্রেরকদের দ্রুত চিহ্নিত করা যাচ্ছে না। যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে বোমার হুমকিবার্তা পাঠানো হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে। এসব হুমকির ৭০-৮০ শতাংশ আসছে ভারতের বাইরে থেকে। বেশির ভাগ হুমকিদাতার আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান জার্মানি, ব্রিটেন, জার্মানি, কানাডা ও আমেরিকা। তবে দেশের ভেতর থেকেও হুমকি আসছে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
বক্তৃতায় খালেদা জিয়াকে স্বাগত ও ধন্যবাদ জানালেন ড. ইউনূস আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা আ’লীগের সাবেক এমপি শাহজাহান ওমর কারাগারে কাঁঠালিয়ায় শাহজাহান ওমরের গ্রেফতারে বিএনপির আনন্দ মিছিল ইউক্রেন রাশিয়া ইউকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া ও ড. ইউনূসের কুশল বিনিময় পারমাণবিক বোমা বিষয়ে ইরানের অসহযোগিতার অভিযোগ পশ্চিমা বিশ্বের, আইএইএ’র ভিন্নমত ‘সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ছাত্রদল’ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস ব্রিটেনের সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রেসকট মারা গেছেন

সকল