ফের রাজপথে জুনিয়র ডাক্তার, নাগরিক সমাজ ও ‘দ্রোহের গ্যালারি’ ফ্রন্ট
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৫
ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে কোলকাতায় মিছিল করেছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের সাথে যোগ দিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরাম এবং নাগরিক সমাজ।
আজ শনিবার কোলকাতার কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। এরই মধ্যে আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে।
আগামী ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে শুরু হবে বিচারের প্রক্রিয়া। এই পরিস্থিতি শনিবার ফের রাজপথে আন্দোলনে নামল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। শনিবার একদিকে এসএসকেএমে গণ কনভেনশনের ডাক দিলো জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে, ‘দ্রোহের গ্যালারি’ সাজিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আর একযোগে কলকাতার পথে মিছিলে নেমেছে তারা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা তোলপাড় ফেলেছিল গোটা দেশে। নারী সুরক্ষা নিয়ে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দেশজুড়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সমর্থন করেন সিনিয়র ডাক্তাররাও। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে সিবিআই সেই তদন্তভার নেয়ার পর মাস দুয়েকের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র : পার্সটুডে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা