১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭ - সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দেশটির এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ নভেম্বর) সকালে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। বর্তমানে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছে ঘটনাস্থলে।

কোয়েটার সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ জানিয়েছেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে। এ সময় ১৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের প্রকৃতি কারণ এখনো জানা যায়নি। তবে এটি একটি 'আত্মঘাতী বিস্ফোরণ' হতে পারে।

এদিকে এদিন ঘটনাস্থলে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। সুতরাং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ একটি বিবৃতি জারি করে উল্লেখ করেছেন, ইতোমধ্যেই বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে।
সূত্র : ডন


আরো সংবাদ



premium cement