১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তরপ্রদেশ : মেয়েদের শরীরের মাপ নিতে বা চুল কাটতে পারবে না পুরুষ

উত্তরপ্রদেশ : মেয়েদের শরীরের মাপ বা চুল কাটতে পারবে না পুরুষ - ফাইল ছবি

পোশাকের মাপ নেয়ার নামে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। এই ঘটনা রুখতে এবার নয়া প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের। প্রস্তাব দেয়া হয়েছে, কোনো পুরুষ দর্জি মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না। শুধু তাই নয়, সেলুনে মহিলাদের চুলও কাটতে পারবেন না পুরুষরা।

গত ২৮ অক্টোবর রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মহিলা কমিশনের তরফে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই হেনস্থা রুখতে এই প্রস্তাব দেয় কমিশন। এ প্রসঙ্গে কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, ‘বৈঠকে প্রস্তাব উঠেছে এখন থেকে মহিলাদের পোশাকের মাপ শুধুমাত্র মহিলারাই নিতে পারবেন। পাশাপাশি দোকানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।’

এছাড়া সেলুনের ক্ষেত্রে আগরওয়াল বলেন, 'দর্জির দোকানের পাশাপাশি সেলুন বা পার্লারেও মহিলা গ্রাহকদের পরিষেবা দেবেন মহিলারা। কোনো পুরুষ কর্মীকে মহিলাদের জন্য নিয়োগ করা যাবে না। বৈঠকে এই প্রস্তাব উঠলে সকলে এই প্রস্তাবকে সমর্থন করেন।'

মহিলা কমিশনের বৈঠকে এও প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। এই প্রস্তাবের পর যুক্তি দেয়া হয়, পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই ধরনের পেশায় মহিলা গ্রাহকরা হেনস্থার শিকার হন। বেশিভাগ ক্ষেত্রে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় মহিলাদের। অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করে দর্জি ও সেলুনের কর্মীরা। তাই কমিশনের দাবি, রাজ্য সরকার শিগগিরই

এই ঘটনা রুখতে আইন আনুক। আগরওয়াল বলেন, গোটা বিষয়টা প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্যসরকারকে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার আমাদের তরফে অনুরোধ করা হবে।
সূত্র : সংবাদ প্রতিদিন


সঞ্জুর বিধ্বংসী সেঞ্চুরি, প্রোটিয়াদের উড়িয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের
সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ রানে প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত।


আরো সংবাদ



premium cement
হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, সিদ্ধান্ত সরকারের : সেনা সদর

সকল