২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উত্তরপ্রদেশ : মেয়েদের শরীরের মাপ নিতে বা চুল কাটতে পারবে না পুরুষ

উত্তরপ্রদেশ : মেয়েদের শরীরের মাপ বা চুল কাটতে পারবে না পুরুষ - ফাইল ছবি

পোশাকের মাপ নেয়ার নামে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। এই ঘটনা রুখতে এবার নয়া প্রস্তাব উত্তরপ্রদেশের মহিলা কমিশনের। প্রস্তাব দেয়া হয়েছে, কোনো পুরুষ দর্জি মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না। শুধু তাই নয়, সেলুনে মহিলাদের চুলও কাটতে পারবেন না পুরুষরা।

গত ২৮ অক্টোবর রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মহিলা কমিশনের তরফে এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই হেনস্থা রুখতে এই প্রস্তাব দেয় কমিশন। এ প্রসঙ্গে কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, ‘বৈঠকে প্রস্তাব উঠেছে এখন থেকে মহিলাদের পোশাকের মাপ শুধুমাত্র মহিলারাই নিতে পারবেন। পাশাপাশি দোকানে লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা।’

এছাড়া সেলুনের ক্ষেত্রে আগরওয়াল বলেন, 'দর্জির দোকানের পাশাপাশি সেলুন বা পার্লারেও মহিলা গ্রাহকদের পরিষেবা দেবেন মহিলারা। কোনো পুরুষ কর্মীকে মহিলাদের জন্য নিয়োগ করা যাবে না। বৈঠকে এই প্রস্তাব উঠলে সকলে এই প্রস্তাবকে সমর্থন করেন।'

মহিলা কমিশনের বৈঠকে এও প্রস্তাব রাখেন কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান। এই প্রস্তাবের পর যুক্তি দেয়া হয়, পর্যবেক্ষণে দেখা গিয়েছে এই ধরনের পেশায় মহিলা গ্রাহকরা হেনস্থার শিকার হন। বেশিভাগ ক্ষেত্রে আপত্তিকরভাবে স্পর্শ করা হয় মহিলাদের। অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করে দর্জি ও সেলুনের কর্মীরা। তাই কমিশনের দাবি, রাজ্য সরকার শিগগিরই

এই ঘটনা রুখতে আইন আনুক। আগরওয়াল বলেন, গোটা বিষয়টা প্রস্তাবের আকারে রয়েছে। রাজ্যসরকারকে এই প্রস্তাব পাঠিয়ে আইন আনার আমাদের তরফে অনুরোধ করা হবে।
সূত্র : সংবাদ প্রতিদিন


সঞ্জুর বিধ্বংসী সেঞ্চুরি, প্রোটিয়াদের উড়িয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের
সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ রানে প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত।


আরো সংবাদ



premium cement
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

সকল