পাকিস্তানে রাস্তায় বোমা বিস্ফোরণ ৫ শিশুসহ নিহত ৭
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২৪, ১৭:২০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশ কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ির কাছে মোটরসাইকেলের সাথে সংযুক্ত শক্তিশালী বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ সাতজন নিহত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলুচিস্তানের মাসতুং জেলায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রধান ফতেহ মোহাম্মদ জানান, বেলুচিস্তান প্রদেশের মাসতুং জেলায় এ হামলা চালানো হয়। তিনি বলেন, বোমা হামলার সময় স্কুলের বাচ্চাদের বহনকারী একটি মোটরচালিত রিকশা কাছাকাছি ছিল। এতে পাঁচ শিশু, একজন পুলিশ কর্মকর্তা এবং একজন পথচারী নিহত হন।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর হামলা জোরদার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। তাই তাদেরকেই এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি উভয়ই বোমা হামলার নিন্দা জানিয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দেশ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো প্রধানত নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আসছে। বেলুচ লিবারেশন আর্মিসহ গোষ্ঠীগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা দাবি করে।
বিএলএ বিদেশীদেরও আক্রমণ করেছে। গত মাসে দক্ষিণাঞ্চলীয় শহর করাচির একটি বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলায় চীনের দুই শ্রমিক নিহত ও আটজন আহত হওয়ার দায় স্বীকার করেছেন তারা।
বেইজিংয়ের বহু বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হাজার হাজার চীনা শ্রমিক পাকিস্তানে বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করছে।
বেইজিং বারবার পাকিস্তানে তার নাগরিকদের জন্য উন্নত নিরাপত্তার দাবি জানিয়ে আসছে।
পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইডং এই সপ্তাহে একটি সেমিনারে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্পর্কিত প্রকল্পগুলোতে কাজ করা চীনা নাগরিকদের উপর ‘অগ্রহণযোগ্য’ হামলার জন্য দায়ী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বিস্তৃত প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ, বিদ্যুৎ, গাছপালা ও কৃষি রয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বৃহস্পতিবার বালুচ রাষ্ট্রদূতের মন্তব্যে বিস্ময় প্রকাশ করে বলেছেন, সেমিনারে অংশ নেওয়া উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘পাকিস্তানে চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানকে পূর্ণ নিরাপত্তা দিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। চীন সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আমাদের প্রতিশ্রুতি জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘ইতিবাচক কূটনৈতিক ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে জিয়াংয়ের বক্তব্য বিভ্রান্তিকর।’
পাকিস্তানের একটি হোটেল চেইন আভারি বলেছে, সরকার নির্দেশ দিয়েছে যে চীনা অতিথিদের জন্য পরিবহন এবং বিমানবন্দরে যাতায়াত অবশ্যই হোস্ট বা স্পন্সরকে সুরক্ষা প্রটোকলসহ ‘বোমা বা বুলেটপ্রুফ গাড়ির মাধ্যমে’ ব্যবস্থা করতে হবে।
সূত্র : এপি/ইউএনবি