২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না

সঞ্জীব খান্না - ফাইল ছবি

ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন। তার উত্তরসূরী হিসাবে বিচারপতি খান্নার নিয়োগে বৃহস্পতিবার সবুজ সঙ্কেত দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১ নভেম্বর শীর্ষ আদালতের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন ভারতের আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ-সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অন্যতম বিচারপতি ছিলেন তিনি। এছাড়া নির্বাচনী বন্ড, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের অংশ থেকেছেন বিচারপতি খান্না। চলতি বছরে অগস্টে মুম্বাইয়ের এক কলেজে শিক্ষার্থীদের বোরখা, হিজাব পরার উপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত মামলারও শুনানি হয়েছিল তার বেঞ্চে। কলেজ কর্তৃপক্ষের নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলে, তাতে আংশিক স্থগিতাদেশ দিয়েছিল তার বেঞ্চ।

২০১৯ সালের ১৮ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। এর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি খান্নার আরো একটি পরিচয় হলো, তিনি সম্পর্কে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি হংসরাজ খান্নার ভাইপো। তার পিতা দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবরাজ খান্না। বিচারপতি হংসরাজ যে এজলাস থেকে অবসর নিয়েছিলেন, ওই এজলাস থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিচারপতি সঞ্জীব খান্না।

সাধারণত অবসর গ্রহণের আগে শীর্ষ আদালতের প্রধান বিচারপতিই তার উত্তরসূরির নাম সুপারিশ করেন। সেই মতো বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড় পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি বিচারপতি খান্নার নাম সুপারিশ করেছিলেন। এর পরই বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তার নাম ঘোষণা করা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদে তার কার্যকালের মেয়াদ থাকবে ১৮৩ দিন। অর্থাৎ ছয় মাসের কিছু বেশি সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন তিনি। ২০২৫ সালের ১৩ মে অবসর গ্রহণ করবেন বিচারপতি খান্না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement