২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় বিমানে বোমাতঙ্ক অব্যাহত

ভারতীয় বিমানে বোমাতঙ্ক অব্যাহত - ছবি : সংগৃহীত

পর পর টানা সাত দিন। রোববারও বোমাতঙ্ক ছড়াল ভারতের বেশ কয়েকটি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে। জানা গেছে, ইন্ডিগোর ছয়টি বিমানে হুমকিবার্তা পাঠানো হয়। পর পর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও হুমকিবার্তা পাওয়ার পরই নিরাপত্তা নিয়ে যাত্রীদের আশ্বস্ত করেছে বিমান সংস্থা।

বিবৃতি জারি করে ইন্ডিগো জানিয়েছে, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রী এবং তাদের কর্মীদের নিরাপত্তা। তাদের নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। আতঙ্কিত না হওয়ার জন্য যাত্রীদের কাছে আবেদনও জানানো হয়েছে বিমান সংস্থার তরফে। যে ছয়টি বিমানে রোববার বোমাতঙ্ক ছড়িয়েছে সেগুলো হলো-

জেদ্দা থেকে মুম্বইগামী ৬ই ৫৮, কোঝিকোড় থেকে দাম্মামগামী ৬ই ৮৭, দিল্লি থেকে ইস্তানবুলগামী ৬ই ১১, মুম্বই থেকে ইস্তানবুলগামী ৬ই ১৭, পুণে থেকে জোধপুরগামী ৬ই ১৩৩ এবং গোয়া থেকে আহমদাবাদগামী ৬ই ১১২।

গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিমান সংস্থাগুলোতে হুমকিবার্তা পাঠানো হচ্ছে। ছয়দিনে বোমাতঙ্ক ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারলাইন্সের একের পর এক দেশীয় এবং আন্তর্জাতিক বিমানে। তার মধ্যে ৩০টি বোমাতঙ্কের ঘটনা ঘটেছে শুধু শনিবারেই। তদন্তকারীদের একটি সূত্র জানাচ্ছে, যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে বোমার হুমকিবার্তা পাঠানো হচ্ছে, তার মধ্যে বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে।

একের পর এক বিমানে হুমকিবার্তা আসার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। শনিবার বিমান সংস্থাগুলোর সাথে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসল বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি (বিসিএএস)।

সূত্রের খবর, হুমকিবার্তা কিভাবে রোখা যায়, শুধু তা-ই নয়, হুমকিবার্তা পাওয়ার পর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং যাত্রীদের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়টি নিয়েও আলোচনা হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় ‍বৃদ্ধ নারীর লাশ উদ্বার সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি : জামায়াতের উদ্বেগ সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ‘ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র বৈষম্যমুক্ত’ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা চকরিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী নিহত কুবিতে নৈশপ্রহরী-কর্মচারীদের শীতবস্ত্র উপহার শিবিরের

সকল