পাকিস্তানি তরুণীর সাথে বিজেপি নেতার ছেলের বিয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ অক্টোবর ২০২৪, ১৭:৪৩
পাকিস্তানি তরুণীর সাথে বিজেপি নেতার ছেলের বিয়ে হয়েছে। উভয় পরিবারের সম্মতিতে ওই বিয়ে হয়। রোববার (২০ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের জুনপুরে ঘটনাটি ঘটেছে। তাহসীন শাহিদ নামের এক বিজেপি নেতা অনলাইনে ছেলের নিকাহর আয়োজন করেন। মোহাম্মাদ আব্বাস হাইদরের সাথে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল পাকিস্তানের লাহোরের আদলীপ জাহিরার। পরিকল্পনা ছিল, ভারতেই সকলের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতিতে সময়মতো ভিসা পাননি জাহিরা।
তাহসীন জানিয়েছেন, সম্প্রতি জাহিরার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এই পরিস্থিতিতেই দ্রুত নিকাহের ব্যবস্থা করা হয়। ভিসা না পাওয়ায় অনলাইনেই বিবাহ সম্পন্ন করেন তারা। শুক্রবার রাতে ইমামবাড়ায় বাড়ির সদস্যদের নিয়ে হাজির হন আব্বাস। লাহোরেও আত্মীয়দের পাশে নিয়ে অনলাইনে হাজির হন জাহিরা।
স্থানীয় সূত্রে খবর, আব্বাস ও জাহিরার অনলাইন বিয়েতে স্থানীয় বহু বিজেপি নেতাও হাজির ছিলেন। আব্বাস আশাবাদী, দ্রুত ভিসা পেয়ে ভারতে আসবেন জাহিরা। ভিসা পেতে আর বাড়তি কসরত করতে হবে না তাকে।
সূত্র : আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা