২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারত-কানাডা বিরোধের প্রভাব বাণিজ্য ও বিনিয়োগের উপর পড়তে পারে

ভারত-কানাডা বিরোধের প্রভাব বাণিজ্য ও বিনিয়োগের উপর পড়তে পারে -

ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি শুরু হয়ে এখন এই বিরোধের প্রভাব দেশ দু’টির ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগের উপরও ছায়া ফেলতে পারে।

কানাডার এক শিখ নেতাকে হত্যার পেছনে নয়াদিল্লির হাত ছিল, এমন অভিযোগকে কেন্দ্র করে এই বিরোধের শুরু হয়েছিল।

মুম্বাই থেকে এএফপি জানায়, গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ওই দেশের ভারতীয় বংশোদ্ভূত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করার পর দেশটি এই ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। নিজ্জাকে ২০২৩ সালের জুনে ভ্যাঙ্কুভারে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয়।

ভারতীয় কর্তৃপক্ষ সংক্ষিপ্তভাবে কানাডিয়ানদের জন্য ভিসা বন্ধ করে দেয় এবং অটোয়াকে বেশ কয়েকজন কূটনীতিক প্রত্যাহার করতে বাধ্য করে।

সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছে। কিন্তু এই সপ্তাহে উভয় পক্ষই একে অপরের শীর্ষ দূত এবং অন্যান্য কূটনীতিককে বহিষ্কার করেছে।

কোনো পক্ষই পিছু হটতে প্রস্তুত নয়
ট্রুডো সোমবার ভারতের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন, অপরদিকে নয়াদিল্লি অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে। একটি দীর্ঘায়িত কূটনৈতিক ফাটল অবশেষে অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

নতুন দিল্লিভিত্তিক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, এই বিরোধটি যখন চলছে, তখন উভয় দেশকে সম্পূর্ণরূপে প্রসারিত অর্থনৈতিক পতন এড়াতে সাবধানতার সাথে তাদের ক্রিয়াকলাপ পরিচালনা করতে হবে।

বাণিজ্য : কানাডার সাথে ভারতের বাণিজ্য নয়াদিল্লির সবচেয়ে বড় ব্যবসায়ীক অংশীদারদের তুলনায় ছোট। কিন্তু তা ক্রমাগত বাড়ছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, ২০১৯ এবং ২০২৩ অর্থবছরের মধ্যে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য ৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার থেকে ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার হয়েছে এবং ২০২৪ সালের অর্থবছরে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত এটি ঝড়কে সামলিয়েছে বলে মনে হচ্ছে।

কানাডায় ভারতের সবচেয়ে বড় রফতানির মধ্যে রয়েছে, ওষুধ, ইস্পাত, লোহার পণ্য ও বৈদ্যুতিক যন্ত্রপাতি। অপরদিকে নয়াদিল্লির কানাডিয়ান সারের উপর নির্ভরতা রয়েছে।

শ্রীবাস্তব এএফপিকে বলেন, ‘আমি অবিলম্বে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করি না।’

‘উভয় দেশের কোম্পানিই তাদের চাহিদার উপর ভিত্তি করে রফতানি ও আমদানি করে। ভারত বা কানাডা কেউ যদি কিছু অংশে বাণিজ্য নিষিদ্ধ না করে, তাহলে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম।’

তবে কূটনৈতিক বিরোধ একটি মুক্ত-বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য দেশ দু’টির প্রচেষ্টাকে সাহায্য করার সম্ভাবনা কম।

প্রস্তাবিত চুক্তির বিষয়ে আলোচনা গত বছর স্থগিত রাখা হয়েছিল। তবে রাজনৈতিক সমস্যা সমাধানের আগে কোনো পুনরুদ্ধারের সম্ভাবনা দূরবর্তী বলে মনে হয়।

বিনিয়োগ : ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি এবং কানাডা ওই দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ১৭তম স্থানে রয়েছে।

নয়াদিল্লির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় জুন মাসে জানিয়েছে, কানাডিয়ান পেনশন তহবিল ভারতে প্রায় ৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের বর্তমানে ফুড ডেলিভারি অ্যাপ জোমাটো এবং বেসরকারি খাতের ঋণদাতা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মতো কোম্পানিগুলোতে এক শতাংশের বেশি অংশীদারিত্ব রয়েছে।

শিল্প সমিতির অনুমান, শীর্ষ আইটি জায়ান্ট টিসিএস এবং ইনফোসিসসহ ভারতভিত্তিক কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করে কানাডায় হাজার হাজার চাকরির সুযোগ সৃষ্টি করেছে।

বিমান নির্মাতা বোম্বারডিয়ারসহ শীর্ষ কানাডিয়ান সংস্থাগুলোতেও ভারতে প্রবল উপস্থিতি রয়েছে।

ভারতীয় ধনকুবের গৌতম আদানি সেপ্টেম্বরে বলেছিলেন, তিনি বোম্বার্ডিয়ারের প্রধান এরিক মার্টেলের সাথে বিমান পরিষেবা এবং প্রতিরক্ষায় ‘রূপান্তরমূলক অংশীদারিত্ব’ নিয়ে আলোচনা করেছেন।

ছাত্র : কানাডায় আন্তর্জাতিক ছাত্রদের দুই-পঞ্চমাংশেরও বেশি ভারত থেকে আসে। সিএআরই রেটিং অনুযায়ী তৈরি করা অনুমান থেকে দেখা যায়, তারা শিক্ষা খাতে বার্ষিক ৭ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখে।

শিক্ষার্থীদের আগমনের এই ধারায় কতটা ক্ষতি করতে পারে, তা দেখার বিষয়।

ভারত থেকে কানাডিয়ান স্টাডি পারমিটের আবেদন গত বছর প্রায় ১৫ শতাংশ কমেছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে এটি কমতে শুরু হয়েছিল।

তবে এজন্য অন্যান্য কারণও অবদান রেখেছে। যার মধ্যে রয়েছে দুর্বল চাকরির বাজার এবং শিক্ষার্থীদের জন্য কানাডার কঠোর নীতিমালা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল