২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তান সফরে জয়শঙ্কর, নৈশভোজে সাক্ষাৎ শাহবাজ শরিফের সাথে

পাকিস্তান সফরে জয়শঙ্কর, নৈশভোজে সাক্ষাৎ শাহবাজ শরিফের সাথে - ছবি : সংগৃহীত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গিয়ে কূটনৈতিক বিধি মেনেই ওই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ইসলামাবাদে শরিফের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেন জয়শঙ্কর। সেখানেই দু’জনের সৌজন্য-সাক্ষাৎ হয়।

দু’দিনের এই পাকিস্তান সফরে এসসিও-র বৈঠকে যোগ দেয়ার পাশাপাশি কয়েকটি পার্শ্ববৈঠকেও অংশ নেয়ার কথা তার। তবে সেই তালিকায় নেই পাকিস্তানের কোনো মন্ত্রী-নেতা। ভারত আগেই জানিয়েছিল, জয়শঙ্করের এই সফরের সাথে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো সম্পর্ক নেই। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো পার্শ্ববৈঠকের অনুরোধ পাইনি। আমরাও এই মর্মে কোনো আবেদন করিনি। তবে প্রোটোকল অনুযায়ী সব দেশের নেতাদের মতোই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও স্বাগত জানানো হবে।’

প্রায় ৯ বছর পরে কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গেলেন। এর আগে ২০১৫ সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে, যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেটাই ছিল শেষবার পাকিস্তানের মাটিতে কোনো বহুপক্ষীয় সম্মেলনে ভারতের যোগদান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন

সকল