১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

পাকিস্তানে পুলিশ সদর দফতরে হামলা, ৩ পুলিশ নিহত

- ছবি : সংগৃহীত

পাকিস্তানে বান্নু জেলার পুলিশ সদর দফতরে হামলা করেছে উগ্রবাদীরা। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ-পদস্থ এক কর্মকর্তা বলেছেন, উগ্রবাদীরা সদর দফতরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এ সময় তাদের পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এ সময় তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়।

এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানের নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য পুলিশ সদর দফতরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে পুলিশের অভিযান চলমান আছে।

সূত্র: রয়টার্স


আরো সংবাদ



premium cement