১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

ইসরাইলকে নিন্দার চিঠি সই করেনি ভারত

আন্তোনিও গুতেরেস ও নরেন্দ্র মোদি - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর ইসরাইলে প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গোটা বিশ্বের ইউরোপ, আফ্রিকা-সহ ১০৪টি দেশ এ বিষয়ে জাতিসঙ্ঘ মহাসচিবকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করলেও ভারত ওই চিঠিতে সই করেনি। রোববার কংগ্রেস নেতৃত্ব নরেন্দ্র মোদি সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ভারত ওই চিঠিতে সই না করলেও লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীর উপরে হামলার নিন্দামূলক বিবৃতিতে যোগ দিয়েছে।

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরাইল জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিওর প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে। ইসরাইলের অভিযোগ, গুতেরেস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেননি। ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা করে জাতিসঙ্ঘের ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করে। ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের পাশাপাশি অধিকাংশ উন্নয়নশীল দেশ তাতে সই করে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১০টি সদস্য দেশ এই চিঠিতে সই করলেও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত সই করেনি।

মোদি সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের মন্তব্য, 'কেন স্বয়ম্ভূ প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন, তার পিছনে রহস্য রয়েছে? লজ্জাজনক।' কংগ্রেস নেতা পি চিদম্বরমের মন্তব্য, 'কেন ভারত এই চিঠিতে সই করল না, তার কোনো ব্যাখ্যা নেই। জাতিসঙ্ঘ মহাসচিবের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল চরম ভুল করেছে। ভারতের উচিত ছিল সবার আগে সই করা।'

চিঠিতে সই না করলেও লেবাননে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীর উপরে ইসরাইলের হামলার নিন্দামূলক বিবৃতিকে সমর্থন জানিয়েছে ভারত। লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরাইলের অভিযানে শান্তিরক্ষা বাহিনীর পাঁচজন আহত হওয়ার পরে যেসব দেশ শান্তিরক্ষা বাহিনীতে নিজের সেনা পাঠায়, সেই দেশগুলো এর নিন্দা করে বিবৃতি জারি করেছে। ভারত তাতে সমর্থন জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসঙ্ঘ শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা এই সময়ে খুবই গুরুত্ত্বপূর্ণ। আমরা তাই শান্তিরক্ষা বাহিনীর উপরে হামলার নিন্দা করছি।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement