২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল-বাংলাদেশেরও পেছনে ভারত

বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল-বাংলাদেশেরও পেছনে ভারত - ফাইল ছবি

বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৪-এ ভারতের অবস্থান ১২৭ দেশের মধ্যে ১০৫তম। ভারতের অবস্থাকে গুরুতর বলেই মনে করা হচ্ছে। ভারতের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের ওপরে হলেও বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালের মতো দেশের পেছন।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের স্কোর ২৭.৩। রিপোর্টে বলা হয়েছে ভারতে যে ক্ষুধার যে পরিস্থিতি তা যথেষ্ট উদ্বোগজনক। ২০১৬ সালে ভারতের এই ইনডেক্স ছিল ২৯.৩। ২০০০ সালে এটি ছিল ৩৮.৪ ও ২০০৮ সালে এটি ছিল ৩৫.২। এক্ষেত্রে পাকিস্তানের ক্ষুধার সূচক ১০৯।

ওই রিপোর্টে বলা হয়েছে ভারতের সামনে বড় সমস্যা হলো চাইল্ড ম্যাল নিউট্রেশন। শিশু মৃত্যুর হারও অনেক বেশি। তবে ২০০০ সাল থেকে চাইল্ড ম্যাল নিউট্রেশনে অনেকটাই উন্নতি করেছে ভারত। তবে তার পরও ভারতের কাছে এটি একটি বড় ইস্যু।

উল্লেখ্য, ২০২৪ সালের যে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স প্রকাশিত হয়েছে তাতে তাতে ২০১৬ সালের থেকে তা খানিকটা কমেছে। তবে ১২৭টি দেশের মধ্যে ৪২ দেশে ক্ষুধা এখনো যথেষ্ট উদ্বেগজনক। ওই রিপোর্টে বলা হয়েছে বিশ্বে ক্ষুধার সাথে সম্পর্ক রয়েছে জলবায়ু পরিবর্তন, জেন্ডার ইক্যুয়ালিটির সাথে।
সূত্র : জি নিউজ

 


আরো সংবাদ



premium cement