২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জম্মু-কাশ্মিরে এগিয়ে কংগ্রেস জোট, হরিয়ানায় বিজেপি

ভোট দিচ্ছেন কাশ্মিরের জনগণ - ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মির বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে হরিয়ানা রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে আছে বিজেপি।

এই দুটি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে।

ভারতীয় সময় দুপুর ২টা থেকে চূড়ান্ত ফলাফল আসতে শুরু করেছে। ভারতীয় নির্বাচন কমিশন স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জানিয়েছে, হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি পাঁচটি আসনে জিতে গেছে, ৪৩টিতে এগিয়ে আছে। রাজ্যটিতে কংগ্রেস জিতেছে নয়টি আসনে, এগিয়ে আছে ২৭টিতে।

জম্মু-কাশ্মিরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জিতেছে ৩১টিতে, এগিয়ে আছে ১৬টি আসনে। বিজেপি জিতেছে ১৭টি আসনে, এগিয়ে আছে ১২টিতে।

সকাল থেকে দুটি নির্বাচনেই বিজেপি পিছিয়ে ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হরিয়ানায় কংগ্রেস ও বিজেপির মধ্যে চলতে থাকে সমানে সমানে টক্কর। কিন্তু দুপুরেই স্পষ্ট হয়ে যায় যে সেখানে বিজেপি জয়ের দিকে এগিয়ে চলেছে।

অলিম্পিকসে ভারতের প্রতিনিধিত্বকারী কুস্তিগীর ভিনেশ ফোগট কংগ্রেসের হয়ে হরিয়ানার ভোটে লড়ছেন। প্রথমে কিছুটা পিছিয়ে থাকলেও দুপুরে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ছয় হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন।

কংগ্রেস অভিযোগ করেছে যে নির্বাচন কমিশন হরিয়ানার ভোটের ফলাফল দ্রুত আপডেট করছে না, যার ফলে তারা যতটা বেশি আসনে এগিয়ে আছে বা জিতেছে, কিন্তু তা ওয়েবসাইটে প্রতিফলিত হচ্ছে না।

অন্যদিকে জম্মু-কাশ্মিরে শুরু থেকেই ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট অনেকটা এগিয়ে থেকেছে। তবে জম্মু-কাশ্মিরের বিগত বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়ে বিজেপির সাথে জোট বেঁধে সরকার গঠন করেছিল মেহবুবা মুফতির নেতৃত্বাধীন যে পিডিপি, তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে নির্বাচনে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত সংস্কার কেন সবার আগে

সকল