২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালদ্বীপের পাশে থাকার বার্তা মোদির

মালদ্বীপের পাশে থাকার বার্তা মোদির - ছবি : সংগৃহীত

চার দিনের সফরে ভারতে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জু। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন। দুই দেশ আগামী দিনেও নানা ভবিষ্যৎ প্রকল্পে একে অপরের সহযোগিতা করবে, মুইজ্জুর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এ বার এমনটাই বার্তা দিলেন মোদি।

রোববার বিকালে সস্ত্রীক দিল্লি বিমানবন্দরে পৌঁছন মুইজ্জু। সেখানে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী কিরীটী বর্ধন সিংহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক দফা বৈঠকও হয়ে গিয়েছে তার। সোমবার সকালে নয়া দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুইজ্জু। এর পর সোমবারই রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। মোদি ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সোমবার টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে মুইজ্জু বলেন, ‘ভারত মালদ্বীপের বন্ধু। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে অন্য অনেক দেশের সঙ্গে মালদ্বীপের যোগাযোগ রয়েছে। কিন্তু আমাদের কোনো কাজে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না হয়, আমরা সে দিকটিও বরাবর মাথায় রেখে চলি।’ এবার বৈঠক শেষে মোদিও জানিয়ে দিলেন, ভারত সব সময়েই মালদ্বীপের পাশে ছিল। ভবিষ্যতেও নানা প্রকল্পে একে অপরের সহায়তা করবে দুই দেশ।

আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট মূলত চীনের ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পরিচিত। ফলে তিনি পড়শি দ্বীপরাষ্ট্রে ক্ষমতায় আসার পর ভারতের উদ্বেগ বেড়েছে। চীনের সাথে ঘনিষ্ঠতাও বৃদ্ধি পেয়েছে মালদ্বীপের। ফলে এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। গত চার মাসে এটি মুইজ্জুর দ্বিতীয় ভারত সফর। যদিও দ্বিপক্ষীয় সফরে এই প্রথম ভারতে গেলেন তিনি। এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণে আমন্ত্রিত ছিলেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল