সস্ত্রীক ভারত গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৯
মাত্র চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভারত সফরে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহম্মদ মুইজ্জু। রোববার বিকেলে দিল্লি বিমানবন্দরে নামে মইজ্জুর বিমান। চার দিনের এই ভারত সফরে এবার সঙ্গে নিয়েছেন স্ত্রীকেও। জানা যাচ্ছে, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করবেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসেই ‘ভারতবিরোধী’ পথে হাঁটা মুইজ্জুর এই সফর কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ভারতের পররাষ্ট্র দফতরের তরফে জানা যাচ্ছে, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্তরে দুই দেশের স্বার্থ জড়িত রয়েছে এমন একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি ভারতের পররাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, মালদ্বীপ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিবেশী। এবং প্রতিবেশীকে অগ্রাধিকারের নীতির কথাও তুলে ধরা হয়েছে তাদের বিবৃতিতে।
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা