০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

কানাডার রেস্তোরাঁয় বেয়ারার কাজের জন্য লাইন ভারতীয় শিক্ষার্থীদের

কানাডার রেস্তোরাঁয় বেয়ারার কাজের জন্য লাইন ভারতীয় শিক্ষার্থীদের - ছবি : সংগৃহীত

বিদেশে নামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীই দেখেন। পছন্দের দেশগুলোর মধ্যে অন্যতম কানাডা। কিন্তু সেখানে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কি পেট চালাতে রেস্তোরাঁয় বেয়ারা ও পরিচারকের কাজ করতে হচ্ছে? সম্প্রতি এমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি কানাডার ব্রাম্পটন শহরের। সেখানে একটি রেস্তোরাঁর সামনে বেয়ারা ও পরিচারকের কাজের জন্য লম্বা লাইন দিয়েছেন শিক্ষার্থীরা। হাজারতিনেক শিক্ষার্থীর লাইন। যার মধ্যে অধিংকাংশই ভারতীয় বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। কেউ প্রশ্ন তুলছেন, তা হলে কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে সে দেশের কর্মসংস্থানের হাল এতটাই খারাপ? বড় বড় চাকরির স্বপ্ন নিয়ে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের কেন একটি নতুন খোলা রেস্তোরাঁর বাইরে এভাবে লাইন দিতে হচ্ছে? এর পক্ষে ও বিপক্ষে— উভয় দিকেই মতামত উঠে এসেছে সমাজমাধ্যমে। কারো কারো মতে, যখন বিশ্বের একাধিক দেশে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এটি বিদেশে যাওয়ার সঠিক সময় নয়। আবার একাংশের মত, এরা সকলেই শিক্ষার্থী। নিজেদের হাতখরচের জন্য পার্ট টাইম চাকরির চেষ্টা করছেন। এটির সাথে বেকারত্বের তুলনা টানা যায় না, কারণ এরা এখনও পাঠরত। তাছাড়া বিদেশে হাতখরচ চালানোর জন্য এমন পার্ট টাইম চাকরির চল রয়েছে বলেও মত তাদের।

তবে কানাডায় চাকরি ক্ষেত্রে বাস্তব চিত্র খুব একটা স্বস্তির জায়গায় নেই। গত অগস্টেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, কানাডায় বেকারত্বের হার প্রায় ৬.৪ শতাংশ। তা ছাড়া আরো একাধিক সংবাদমাধ্যমেও সে দেশে নতুনদের চাকরি নিয়ে শঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত তিন মাসে প্রতি ছয়জন মানুষ পিছু এক জনের কর্মসংস্থান হয়েছে।

এরই মধ্যে ট্রুডোর সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সাল থেকে স্টুডেন্ট ভিসা ১০ শতাংশ কমিয়ে আনার জন্য। সে দেশের অর্থনীতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, তা-ও স্পষ্ট করেছেন ট্রুডো। উল্লেখ্য, গত অগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ১৩ লাখ ৩৫ হাজার ভারতীয় শিক্ষার্থী বর্তমানে বিদেশে পাঠরত। তার মধ্যে শুধু কানাডাতেই চার লাখের উপরে। ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬০ শতাংশ। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ, চলতি বছরে কানাডায় যাওয়া বিদেশী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভারতীয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা, সাবেক ইউপি মেম্বার গ্রেফতার শিশুর বিকাশের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর সরকার : ইউনূস লেভানডফস্কির হ্যাটট্রিক, শীর্ষস্থান ধরে রাখল বার্সা নওগাঁয় স্কুলশিক্ষকের সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্র চীন-উত্তর কোরিয়ার সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা হারের পর পুরনো অযুহাত শান্তদের করাচি বিমানবন্দরের বাইরেই ভয়াবহ বিস্ফোরণে নিহত ২ বিহারে মাওবাদী নেত্রী নীতিসহ ২২ জনের মৃতদেহ শনাক্ত

সকল