২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোমাংস খেতেন সাভারকর!

বিনায়ক দামোদর সাভারকর - ফাইল ছবি

আমিষ খেতেন ভারতের হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা হিসেবে পরিচিত বিনায়ক দামোদর সাভারকর। যার মধ্যে ছিল গোমাংসও। এমনকি এই মাংস খাওয়ার প্রচারও তিনি করতেন। গোহত্যার বিরুদ্ধেও ছিলেন না তিনি। এমনই সব দাবি করে বিতর্কে জড়িয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। এবার ফের এই নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে। বৃহস্পতিবার তিনি দাবি করলেন, সত্যিটা বলার জন্য তিনি দুঃখিত।

বিতর্কের সূত্রপাত বুধবার গান্ধীজয়ন্তীর এক অনুষ্ঠানে। বেঙ্গালুরের ওই অনুষ্ঠান থেকেই তিনি বীর সাভারকর সম্পর্কে এমনই দাবি করেন। বলেন, 'সাভারকর, একজন চিতপবন ব্রাহ্মণ, মাংস খেতেন। উনি আমিষ খেতেন। এবং গোহত্যারও বিরোধী ছিলেন না। সেই অর্থে তিনি আধুনিকই ছিলেন। অনেকে বলেন, তিনি গোমাংসও খেতেন। একজন ব্রাহ্মণ হয়েও তিনি মাংস তো খেতেনই, এর হয়ে প্রচারও চালাতেন। তাঁর এই বিষয়ে এমনই ধারণা ছিল।'

উল্লেখ্য, ওই দিন গান্ধীর সাথে সাভারকরের মতের পার্থক্যও তুলে ধরেছিলেন কংগ্রেস নেতা। জানিয়েছিলেন, সাভারকর মৌলবাদের দিকে ঝুঁকলেও ‘জাতির জনকে’র বিশ্বাস গভীরভাবে ছিল গণতান্ত্রিকই। এরই সাথে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহম্মদ আলী জিন্না সম্পর্কেও তিনি দাবি করেন, জিন্না কট্টর ইসলামপন্থী ছিলেন না। তিনি নন, মৌলবাদী ছিলেন সাভারকরই।

তার এমন সব দাবির পর থেকেই বিতর্ক তুঙ্গে ওঠে। সেই বিতর্ককে আরো উসকে দিয়ে এদিন এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আরো একবার বলছি, সত্যি কথাটি বলার জন্য দুঃখিত।’ সেই সাথেই তিনি লেখেন, ‘দুঃখিত। আমার বিবৃতির জন্য নয়। এটাই সাভারকর ব্রিটিশদের বলেছিলেন।’
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement