০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অরুণাচলে প্রথম ‘আর্টিলারি ফায়ারিং রেঞ্জ’ নির্মাণ ভারতের

অরুণাচলে প্রথম ‘আর্টিলারি ফায়ারিং রেঞ্জ’ নির্মাণ ভারতের - ছবি : সংগৃহীত

সামরিক পরিভাষায় নাম, ‘হাই অল্টিটিউড আর্টিলারি ফায়ারিং রেঞ্জ’। আদতে অরুণাচল প্রদেশের প্রকৃতি নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে তাওয়াংয়ে ভারতীয় সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর যুদ্ধভ্যাস-ক্ষেত্র।

দিল্লির সূত্র জানিয়েছে, ডোকলাম এবং গালওয়ানকাণ্ডের পরে পশ্চিম, পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে চীনা ‘বিপদের’ কথা মাথায় রেখে প্রতিআক্রমণের কৌশল সাজাতে কয়েক বছর ধরেই সক্রিয় রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই উদ্দেশ্যে পার্বত্যযুদ্ধে দক্ষ পদাতিক ব্যাটেলিয়নগুলোকে নিয়ে কয়েক বছর আগেই গড়া হয়েছে ‘মাউন্টেন স্ট্রাইক কোর’। এবার অরুণাচলের দুর্গম পাহাড় ঘেরা অঞ্চলে সেনার আর্টিলারি (গোলন্দাজ) রেজিমেন্টগুলোর অনুশীলনের জন্য নির্মাণ করা হয়েছে ‘হাই অল্টিটিউড আর্টিলারি ফায়ারিং রেঞ্জ’।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ তিব্বত সীমান্তে চীনের সামরিক প্রস্তুতির জবাবে অরুণাচলে মোতায়েন ‘ব্রহ্মাস্ত্র কোর’-এর অংশ হিসেবে এবার গোলন্দাজ বাহিনীকে প্রস্তুত রাখা হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০৫ মিলিমিটার ‘ইন্ডিয়ান ফিল্ড গান’-এর পাশাপাশি আমেরিকা থেকে আমদানি করা ১৫৫ মিলিমিটারের এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার থাকবে তাদের হাতে। সেই বাহিনীরই লক্ষ্যভেদের অনুশীলন হবে তাওয়াংরের ওই আর্টিলারি ফায়ারিং রেঞ্জে।

ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আধোশ কুমার বলেন, ‘সেনাসদস্যদের যুদ্ধের প্রকৃত পরিবেশের সাথে মানিয়ে নেয়া সুযোগ করে দিতেই ওই ফায়ারিং রেঞ্জটি আমরা তৈরি করেছি। পরবর্তী সময়ে হিমালয়ের উচ্চ পর্বতক্ষেত্রে আরো দু’টি নির্মাণ করা হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement