২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কামিকাজ ড্রোন সংগ্রহ করছে ভারত

কামিকাজ ড্রোন সংগ্রহ করছে ভারত - ছবি : সংগৃহীত


ভারতীয় সেনাবাহিনীর হাতে এবার আসছে আত্মঘাতী কামিকাজ ড্রোন এবং দূরপাল্লার রকেট। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এই পরিকল্পনার কথা জানিয়েছেন গোলন্দাজ বাহিনীর প্রধান (ডিরেক্টর জেনারেল অফ আর্টিলারি) লেফটেন্যান্ট জেনারেল অদোশ কুমার।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাজোয়া বাহিনী প্রবল মার খেয়েছে কামিকাজ ড্রোনের হাতে। মূলত তুরস্ক থেকে আসা ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার অত্যাধুনিক টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক বহরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীর হাল দেখে সময় বিশেষজ্ঞদের একাংশ বলছেন, লাখ লাখ ডলার মূল্যের ট্যাঙ্কগুলো সামান্য খরচের ড্রোনের কাছে হার মেনেছে।আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের উপযোগিতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে হাজার কিলোমিটার দূরের যুদ্ধক্ষেত্রের গতিপ্রকৃতি দেখে ভারতীয় সেনাবাহিনীও নিজেদের রণ পরিকল্পনায় বদল আনছে।

এইসঙ্গে জানা গেছে, পিনাকা রকেটের পাল্লা বৃদ্ধি করার কাজও শুরু করে দিয়েছে ডিআরডিও। ডিআরডিও সূত্রে খবর, এমনিতে পিনাকা মার্ক ১-এর সর্বাধিক পাল্লা ৪০ কিলোমিটার, পিনাকা মার্ক ২-এর সর্বাধিক পাল্লা ৯০ কিলোমিটার অবধি। ওই রকেটের পাল্লাই আরো বাড়িয়ে ৩০০ কিলোমিটার করা হচ্ছে।

শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, দূরপাল্লার নির্ভয় এবং প্রলয় ক্ষেপণাস্ত্রও সেনায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, নির্ভয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার এবং প্রলয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটার। ইতিমধ্যে নির্ভয় এবং প্রলয়কে সেনায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র বাণিজ্য সহযোগিতায় বাংলাদেশের বড় অগ্রাধিকার চীন : বাণিজ্য উপদেষ্টা

সকল