অক্টোবরে ভারত সফর করবেন মুইজ্জু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন তিনি। ভারতের অন্য নেতা-মন্ত্রীদের সাথেও বৈঠক করতে পারেন। তিনি ৭ থেকে ৯ অক্টোবর ভারতে থাকবেন। মোদির সাথে তার বৈঠক হওয়ার কথা ৮ অক্টোবর।
ভারতে মুইজ্জুর এটি দ্বিতীয় সফর। ২০২৩ সালের নভেম্বর মাসে মালদ্বীপে ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। তিনি চীনপন্থী হিসেবে পরিচিত। মালদ্বীপে নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে ঢালাও প্রচারও করেছিলেন তিনি। ক্ষমতায় আসার পর চীন সফরেও গিয়েছিলেন। কিন্তু ভারতে যাননি। মুইজ্জু প্রথমবার ভারতে যান গত জুন মাসে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। সেবার দিল্লিতে এসেছিলেন মুইজ্জু। কিন্তু কারো সাথে বৈঠক করেননি। তার অক্টোবরের সফর তাই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।
মুইজ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল। মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মুইজ্জুর মন্ত্রীরা অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তার পর ভারতে ‘মালদ্বীপ বয়কট’-এর ডাক ওঠে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা