২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতে 'কোয়ালিটি টেস্ট'-এ ব্যর্থ প্যান-ডি, প্যারাসিটামলসহ অর্ধশতাধিক ওষুধ

ভারতে 'কোয়ালিটি টেস্ট'-এ ব্যর্থ প্যান-ডি, প্যারাসিটামলসহ অর্ধশতাধিক ওষুধ - ছবি : সংগৃহীত

সাবধান! ভারতের বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। 'কোয়ালিটি টেস্ট' পাস করতে পারেনি প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, ভিটামিন, গ্যাসের ওষুধসহ ৫০টিরও বেশি ওষুধ। সাম্প্রতিক এক রিপোর্টে তেমনই দাবি।

কোয়ালিটি মার্কস তো দূর অস্ত, রিপোর্টে বাজার চলতি ৫৩ ওষুধ নিয়ে পুরোপুরি উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডারড কন্ট্রোল অরগানাইজেশন বা সিডিএসসিও। যেমন, প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসারটন, ক্লাভাম ৬২৫। বাদ যায়নি অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধও। তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধও।

অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ারে মতো নামী কোম্পানির একাধিক ওষুধ পাস করতে পারেনি ড্রাগ টেস্টে। প্রশ্ন উঠেছে, 'জাল' ওষুধ কি আদৌও ওই কোম্পানিগুলো বানাচ্ছে? অনেকের মতেই, ভুয়া সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। আর সেই ওষুধই নামী কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে।

সম্প্রতি জানা গেছে, হরিদ্বারের এক পশু-ওষুধের ল‌্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছিল 'অ্যান্টিবায়োটিক'! তারপর সেই ‘ওষুধ’ পাঠিয়ে দেয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। এইসব জায়গার সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাওয়ালা চক্রের মাধ‌্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা (রুপি)। সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের 'পারমিট' নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজন গ্রেফতারও হয়েছেন।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
কানপুর টেস্টে খেলা শুরু ১১টায় ভেজা আউটফিল্ড, কানপুর টেস্টে টসে বিলম্ব ডেঙ্গু রোগীর ৫০ ভাগ ঢাকার, এরপরেই রয়েছে চট্টগ্রাম-বরিশাল মুলাদীতে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ৪টি গ্রামসহ শতশত ঘরবাড়ি ইউক্রেনকে ৮০০ কোটি ডলার সাহায্য দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের বিদেশের মাটিতে শেষ টেস্টে সাকিবকে সংবর্ধনা দেবে ভারত বান্দরবানের পর্যটন শিল্প আবারো ঘুরে দাঁড়াবে, প্রত্যাশায় ব্যবসায়ীরা বিপিএল নিয়ে মিলল সুখবর, আসছে নতুন ৩ দল অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসঙ্ঘ মহাসচিবের সন্তানের মঙ্গলকামনায় কোলে নিয়ে ‘ডুব’! বিহারে মৃত্যু ৩৭ শিশুসহ ৪৬ জনের পরমাণু হামলার হুঁশিয়ারি পুতিনের

সকল