২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ভারতে 'কোয়ালিটি টেস্ট'-এ ব্যর্থ প্যান-ডি, প্যারাসিটামলসহ অর্ধশতাধিক ওষুধ

ভারতে 'কোয়ালিটি টেস্ট'-এ ব্যর্থ প্যান-ডি, প্যারাসিটামলসহ অর্ধশতাধিক ওষুধ - ছবি : সংগৃহীত

সাবধান! ভারতের বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ। 'কোয়ালিটি টেস্ট' পাস করতে পারেনি প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, ভিটামিন, গ্যাসের ওষুধসহ ৫০টিরও বেশি ওষুধ। সাম্প্রতিক এক রিপোর্টে তেমনই দাবি।

কোয়ালিটি মার্কস তো দূর অস্ত, রিপোর্টে বাজার চলতি ৫৩ ওষুধ নিয়ে পুরোপুরি উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডারড কন্ট্রোল অরগানাইজেশন বা সিডিএসসিও। যেমন, প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসারটন, ক্লাভাম ৬২৫। বাদ যায়নি অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধও। তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধও।

অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ারে মতো নামী কোম্পানির একাধিক ওষুধ পাস করতে পারেনি ড্রাগ টেস্টে। প্রশ্ন উঠেছে, 'জাল' ওষুধ কি আদৌও ওই কোম্পানিগুলো বানাচ্ছে? অনেকের মতেই, ভুয়া সংস্থা খুলে জাল ওষুধ তৈরি করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। আর সেই ওষুধই নামী কোম্পানির নামে বাজারে ছাড়া হচ্ছে।

সম্প্রতি জানা গেছে, হরিদ্বারের এক পশু-ওষুধের ল‌্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছিল 'অ্যান্টিবায়োটিক'! তারপর সেই ‘ওষুধ’ পাঠিয়ে দেয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। এইসব জায়গার সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাওয়ালা চক্রের মাধ‌্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা (রুপি)। সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের 'পারমিট' নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজন গ্রেফতারও হয়েছেন।
সূত্র : জি নিউজ


আরো সংবাদ



premium cement
সম্ভাবনাময় মিরসরাইয়ের পর্যটন শিল্প, প্রয়োজন উদ্যোগের দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে মানুষ আর গ্রহণ করবে না : মুহাম্মদ তাহের বাংলাদেশ ইউরোপের সমর্থনের ওপর নির্ভর করতে পারে : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কানপুর টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের পোরশার দুয়ারপাল সীমান্তে ২ বাংলাদেশীকে আটক করলো বিএসএফ ইলিশ স্বল্পতা ও রেকর্ড দামের মধ্যে ভারতে রফতানির কারণ কী? একাত্তর-সহ যেসব বিষয় ভারত-ইরান সম্পর্কে প্রভাব ফেলেছে আজ বিশ্ব পর্যটন দিবস ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ : মাহমুদুর রহমান

সকল