২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

'মুসলিমদের এক পয়সারও...', ভারতীয় রেলের টিকিট চেকারের অডিও ভাইরাল

'মুসলিমদের এক পয়সারও.....', ভারতীয় রেলের টিকিট চেকারের অডিও ভাইরাল - ফাইল ছবি

ভারতীয় রেলের এক টিকিট চেকারের একটি ভাইরাল অডিওর প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে ওই টিকিট পরীক্ষককে সাসপেন্ড করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পশ্চিম রেলওয়ের মুম্বইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসের তরফে বলা হয়েছে, 'আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। যে কর্মী ধর্মীয় সম্প্রদায় এবং মহারাষ্ট্রের মানুষদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, তাকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।' সেইসাথে মুম্বইয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসের তরফে আশ্বাস দেয়া হয়েছে যে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ভারতীয় রেলের মানদণ্ড এবং স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।

কিন্তু ওই ভাইরাল অডিওয় কী ছিল?
ওই ভাইরাল ভিডিওয় (সত্যতা যাচাই করা হয়নি) এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, 'স্যার, আমি না উত্তরপ্রদেশের লোক। আমার নাম আশিস পান্ডে।' সেইসাথে তিনি বলেন, ‘স্যার, আমি যখন থেকে বড় হয়েছি, তখন থেকে আমি মুসলিম এবং মহারাষ্ট্রের লোকেদের ব্যবসা দিই না। কোনো অটোচালক যদি মুসলিম বা মহারাষ্ট্রের মানুষ হন, তাহলে তার অটোয় বসি না আমি। আমি উত্তরপ্রদেশের অটোচালকের অটোয় বসি।’

ভাইরাল অডিওয় ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘যখন আপনার নম্বরটা আমায় পাঠানো হয়েছিল, তখন আপনাকে মেসেজ করেছিলাম। পরে ডিলিট করে দিয়েছিলাম। আপনার মনে থাকবে। আমি দেখেছিলাম নামটা মহারাষ্ট্রের লোকের। ব্যবসাই করব না। মুনাফা দেবই না।’

ভাইরাল অডিওয় কী কী আছে?
সেখানেই শেষ হয়নি ভাইরাল অডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। অডিওয় ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘১,৭৭০ টাকা [রুপি] নিয়ে সকাল ৯টায় আমি কাজে যাচ্ছি। ১ টার মধ্যে ৫,০০০ টাকা কামিয়ে ফেলব। তো টাকা-পয়সার মায়া নেই আমার। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যে মুম্বইয়ে থেকে আমি মুসলিম এবং মহারাষ্ট্রের মানুষকে এক টাকারও ব্যবসার সুযোগ দেব না। ঠিক আছে? থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার। এটা মনে রাখবেন।'

তুমুল চটেছেন নেটিজেনরা
আর সেই অডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রীতিমতো চটে গিয়েছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘এরকম মানুষদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। বিষ ছড়াচ্ছেন এরকম মানুষজন।’ অপর একজন বলেন, ‘এরকম একজন লোকের জন্য বাকিদের বদনাম হয়।’ কেউ-কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘এক ঘণ্টার মধ্যে ৫,০০০ টাকা কামাবেন বলছেন? ঘুষ নেবেন?’
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল