ইতিহাসে প্রথম : শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গণনা
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮, আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়েছে।
রোববার শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আর এম এ এল রত্নায়েক এ কথা বলেন।
তিনি বলেন, দ্বিতীয় দফা ভোট গণনায় ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)-এর অনুড়া কুমারা দিশানায়েক এবং সামাগি জনা বালাওয়েগা (এসজেবি)-এর সজিথ প্রেমাদাসার মধ্যে প্রতিযোগিতা হবে। প্রথম দফা গণনায় এরা সর্বোচ্চ ভোট পেয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে প্রথম রাউন্ডে শীর্ষ দুইয়ে থাকতে ব্যর্থ হয়েছেন।
রত্নায়েকে বলেন, নির্বাচনে প্রার্থীদের কেউই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে ১৯৮১ সালের নির্বাচনী আইন অনুযায়ী দ্বিতীয় দফা ভোট গণনা করতে হবে।
তিনি বলেন, সকল ভোট গণনা কেন্দ্রকে দ্বিতীয় ও তৃতীয় পছন্দ গণনা করে তার ফল নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।
স্থানীয় মিডিয়া জানায়, শ্রীলঙ্কার ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে এটাই প্রথম দ্বিতীয় দফার ভোট গণনা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা