২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শরীফ-শরীফায় শিক্ষায় শনির সুখটান

শরীফ-শরীফায় শিক্ষায় শনির সুখটান - নয়া দিগন্ত

শিক্ষা দুই অক্ষরের শব্দ। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান, পঠন-পাঠন, কারিকুলাম-পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক ইত্যাদি মিলিয়ে শিক্ষার সাথে যুক্ত বহু বিষয়াদি। পরিস্থিতির বাস্তবতা বা ভাগ্যের ফেরে শিক্ষার প্রতিটি উপাদানেই গোলমাল-বিভ্রাট। কখনো কখনো বিভ্রমও। আজ এটা, কাল সেটা। এই সিরিয়ালে এখন জেন্ডার বিভ্রান্তি। কারিকুলাম গণ্ডগোলের মধ্যেই সামনে এসেছে শরীফ-শরীফা ক্যাঁচাল।

নতুন কিছু নিয়ে আলোচনা-সমালোচনা থাকা স্বাভাবিক। কিন্তু, এ নিয়ে অসহিষ্ণুতা দু’দিকেই। কারিকুলামসহ শিক্ষাব্যবস্থা নিয়ে যেখানে খোদ একজন সদ্য সাবেক মন্ত্রীও সমালোচনা করেছেন, সেখানে সমালোচনা করার অপরাধে চারজন অভিভাবককে গ্রেফতার করে সরকার তার অবস্থান জানিয়েছে। সন্তান কোন পদ্ধতিতে পড়বে, তা নিয়ে বলতে গিয়ে অভিভাবককে গ্রেফতার হতে হবে। এর মধ্যে আবার জেন্ডার বিষয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চাকরি খোয়া গেছে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের। এক আচানক বা অভিশপ্ত কাণ্ডকীর্তি। কোথায় গিয়ে লাগাম পড়বে এই শনির আছড়ে?

সন্তানদের লেখাপড়া ও মানুষ হওয়ার প্রক্রিয়া পুরোটাই এখন সরকারের মর্জির ওপর। জাত আমলা ও শিক্ষক-আমলারা যা বানিয়ে দেন, তা-ই গেলাতে হয় সন্তানদের। সেই ধারায় নতুন পাঠ্যবইয়ের ভুল-ভ্রান্তি, নকলবাজি ও আজগুবি কনটেন্টের ছড়াছড়ি। গুগল থেকে নামিয়ে কপিপেস্ট করে দেয়ার খামখেয়ালিও বাদ যায়নি। প্রায় প্রতি বছর শেষে তা সহ্য করা যেন নিয়তি। এরপর যোগ হয় কারিকুলাম। এখন এসে ঠেকেছে পাঠ্যসূচিতে কদাকারভাবে জেন্ডার সংযোজনে। সরকারের দিক থেকে যখন যা করা হয় সবই শুদ্ধ। বোর্ড স্ট্যান্ড, স্টার, ডিভিশন শুদ্ধ। জিপিএ পদ্ধতি আরো শুদ্ধ। সৃজনশীল-এমসিকিউ সব পদ্ধতির এই শুদ্ধাশুদ্ধির মধ্যে এখন শরীফ-শরীফাও শুদ্ধ। এত শুদ্ধ হজম করতে আজাবের মতো এক বাধ্যবাধকতা। সেই সাথে এ বিষয়ক গবেষণা-প্রশিক্ষণের নামে রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা ব্যয়। এ কর্মে যারপরনাই দ্রুততা ও ব্যস্ততা। হুলস্থূলে লুকোচুরির মানসিকতা।

রাজনীতি, দল, ক্ষমতা আগেও পরিবর্তন হতো তবে পরিবর্তনের সাথে সাথে শিক্ষা পদ্ধতি পরিবর্তন ভালো উদাহরণ নয়। আবার বিগত ১৫ বছর তো আর দল পরিবর্তন হয়নি। তবে কেন শিক্ষা পদ্ধতি পরিবর্তন? কেন এত দিনের গবেষণায় তৈরি হতে পারেনি সর্বজনস্বীকৃত একটি শিক্ষাব্যবস্থা? বিরোধিতার জন্যই বিরোধিতা। তাই বলে, মৌলিক অধিকারের অন্যতম শিক্ষা নিয়ে? এই কোমলমতি শিশুদের নিয়ে রাজনীতি না করলেই কি নয়? তা আবার জেন্ডার দিয়েও করতে হবে?

সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের আলোচিত ‘শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে এনটিসিবির সাথে আলোচনা করে সংশোধন করা হবে মর্মে মন্ত্রীর আশ্বাস, কমিটি গঠনে আপাতত পরিস্থিতি হয়তো চাপা রাখা যাবে। কিন্তু এটি কি আদৌ কোনো ফয়সালা? প্রশ্নের জবাব না মেলায় প্রতিক্রিয়াও আসছে দুঃখজনক আবহে। মন্ত্রীর উপরোক্ত আশ্বাস ও কমিটি গঠনের আগে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার একটি গল্পের (শরীফার গল্প) পাতা জনসম্মুখে ছিড়ে ফেলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক আসিফ মাহতাব। জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে পাঠ্যপুস্তকের দু’টি পাতা ছিঁড়েন তিনি।

বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মাহতাব। এ সময় সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন তিনি। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দু’টি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দিতে বলেন। এ ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহতাব লিখেন, ‘আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই। আমি জানি না হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা কেন নিলো। আমাকে কোনো কারণ তারা দেয়নি।’ পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে তা নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, ‘শরীফার গল্প’ নিয়ে বিভ্রান্তি থাকলে এনটিসিবির সাথে আলোচনা করে সংশোধন করা হবে। আবার এও বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই যারা কারিকুলাম নিয়ে সমালোচনা করছেন, তাদের অন্য উদ্দেশ্য আছে। শিক্ষা কারিকুলামে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।

প্রশ্ন আবারো। একদিকে সংশোধনের আশ্বাস, আরেকদিকে ‘রাতারাতি সংশোধন’ করা যাবে না মর্মে জানান দেয়ার অর্থ কী দাঁড়াল? গোলমাল থেকেই গেল। হিজড়া মানে ট্রান্সজেন্ডার; ট্রান্সজেন্ডার মানেই হিজড়া- এমন বুঝ আর খাটছে না। গোলমালটার শুরু উন্নত বিশ্ব থেকে। ধীরে ধীরে যার শিকার হতে যাচ্ছে বিভিন্ন দেশ। মাত্রাগতভাবে বাংলাদেশ আরেকটু বেশি ঝুঁকিতে। সাম্প্রতিক ধাক্কাটা এসেছে গণতন্ত্রের পাদপীঠ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ট্রান্সজেন্ডার নিয়ে মন্তব্য থেকে। তিনি বলেছেন ‘কেউ চাইলেও লিঙ্গ পরিবর্তন করতে পারে না’ অথবা ‘পুরুষ পুরুষই, নারী নারীই’। কথা অন অ্যাভারেজ হলেও তার এ মন্তব্য নিয়ে বিশ্বে ব্যাপক আলোড়ন। বিশ্ব এমন একটি সময় পার করছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের সংসদে বিতর্কের বিষয় হয়- ‘পুরুষ কি গর্ভে সন্তান ধারণ করতে পারে?’ এ বছরের শুরুতে জেলখানায় জন্মগত পুরুষ এক ট্রান্সজেন্ডার নারী প্রকৃত নারী রুমমেটকে ধর্ষণের ইস্যুতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হন। স্কুলের পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার বা এলজিবিটি মতাদর্শ অন্তর্ভুক্তির প্রতিবাদে কানাডায় বিক্ষোভ করেছেন লাখ লাখ মা-বাবা।

যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনেও ট্রান্সজেন্ডার একটি বড় ইস্যু হতে যাচ্ছে। তুরস্কের সাম্প্রতিক নির্বাচনে বড় ইস্যু ছিল এলজিবিটি। মূল্যবোধ রক্ষার্থে রুশ প্রেসিডেন্ট পুতিনের অবস্থানও ট্র্যাডিশনাল এলজিবিটির বিরুদ্ধে। চীনের একই মনোভাব। সেখানে এলজিবিটি গোষ্ঠীর প্রাইড মাসে রঙধনু পতাকা বহনের অপরাধে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। হিজড়া ও ট্রান্সজেন্ডার শব্দের মৌলিক তফাৎ না বোঝায় ২০১৮ সালে পাকিস্তানে ট্রান্সজেন্ডার বিল পাস হয়। কিন্তু জন্মগত লিঙ্গ পরিচয়ের সাথে মনস্তাত্ত্বিক জেন্ডার পরিচয় অন্তর্ভুক্তির কারণে সমাজে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বিধায় কোর্ট পরে আইনটি বাতিল করেন। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণœ রাখতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের দেশগুলোর অবস্থানও এলজিবিটির বিরুদ্ধে। পূর্ব ইউরোপের দেশগুলোও ট্রান্সজেন্ডার মতাদর্শের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। জেন্ডার আইডেন্টিটি ইস্যুতে ইতালিতেও তোলপাড়। এর মধ্যে বিশ্বসেরা টেক বিলিনিয়ার ইলন মাস্কও ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে আরেক আবহ তৈরি করে দিয়েছেন। অভিভাবকদের সচেতন করতে এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টও দেন তিনি। এসবের মধ্য দিয়ে ট্রান্সজেন্ডার বড় রকমের ইস্যু গোটা বিশ্বে।

জেন্ডার হচ্ছে সামাজিক বা মনস্তাত্ত্বিক পরিচয় যার সাথে বায়োলজির উল্লেøখযোগ্য সম্পর্ক নেই। মার্কিনি এই বুঝও আবার সবার কাছে গ্রহণযোগ্য নয়। এ ছাড়া, বর্তমানে জেন্ডার আইডেন্টিটি ফিল্ডে মানসিকতা ও ব্যাখ্যায় পরিবর্তনশীলতার এক ধুম চলছে। বাংলাদেশও পড়ে গেছে এ বাড়তি বা উটকো ঝামেলায়। বাংলাদেশের ট্রান্সজেন্ডার সুরক্ষা অধিকার খসড়া আইনে ট্রান্সজেন্ডারের ডেফিনেশন গ্লোবাল এলজিবিটি মুভমেন্টের অনুকরণে গ্রহণ করা হয়েছে। আত্ম-অনুভূত পরিচয়ের ভিত্তিতে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করা হয়েছে যা ব্যক্তির জৈবিক পরিচয়ের বিপরীত। ট্রান্সজেন্ডার শব্দের সাথে হিজড়া বা ইন্টারসেক্স গোষ্ঠীকে যুক্ত করায় অনেকে বিভ্রান্তিতে ভুগছেন। এ নিয়ে মিডিয়াগুলোও আক্রান্ত। তা নামে-শিরোনামেও। হাজার হাজার বছরের প্রতিষ্ঠিত লিঙ্গভিত্তিক সিস্টেম ওলট-পালটের তর্ক-বিতর্ক। ঘুরছে সোশ্যাল মিডিয়ার সাথে মেইন স্ট্রিমের মিডিয়ায়ও। তা পাঠ্যপুস্তকে উঠে আসায় আলোচনা-সমালোচনা পেয়েছে নতুন মাত্রা।

থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার নিয়ে গোলমালের মধ্যে ট্রান্সজেন্ডার মানে কী, তা বোঝানোর চেষ্টা হয়েছে সপ্তম শ্রেণীর শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্পে। বিষয়টি যেভাবে আলোচনায় এসেছে তা অনেকের কাছেই স্পষ্ট নয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সেটিই বলার চেষ্টা করেছেন। তার শঙ্কা, শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটি অল্প বয়স থেকেই ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের মতো। এ মগজ ধোলাইয়ের মাধ্যমে শিশুরা সমকামিতার দিকে ঝুঁকবে বলে শঙ্কা তার। গল্পটিতে ‘হিজড়া’ সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণসংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা ও হিজড়াদের প্রতি বৈষম্য না করার প্রতি দিকনির্দেশনা দেয়া। একে ইতিবাচক ভাবারও জায়গা আছে। কিন্তু গল্পের উপস্থাপনা, ভাষা-শব্দ-বাক্য মোটেই যথাযথ নয়। গোলমালটা বেশি পেকেছে এ কারণেই।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট
[email protected]


আরো সংবাদ



premium cement
বড় জয়ে স্বস্তি নিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ পেশাদার ও দক্ষ বাংলাদেশী নিয়োগের আগ্রহী লিবিয়া কুড়িগ্রামে সূর্য উঁকি দিলেও মিলছে না উষ্ণতা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত বাশারকে আশ্রয় দিলেও সব সম্পদ জব্দ করেছে রাশিয়া মণিপুরে হু হু করে ঢুকছে মিয়ানমারের পাচার হওয়া অস্ত্র! রিজওয়ানের নেতৃত্বে ইতিহাস পাকিস্তানের, ঘরের মাঠে ‘প্রথমবার’ চুনকাম দ. আফ্রিকা আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন উপদেষ্টা হাসান আরিফ ৪ বিলিয়ন ডলার আত্মসাত : টিউলিপকে জিজ্ঞাসাবাদ নিজের বিমানে ‘ঘুমিয়ে’ পড়েছিলেন বাইডেন!

সকল