২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নারী বিজ্ঞানী সারাহ আমিরির স্বপ্ন পূরণ

নারী বিজ্ঞানী সারাহ আমিরির স্বপ্ন পূরণ - ছবি : সংগৃহীত

সফলভাবে শুরু হলো সংযুক্ত আরব আমিরাতের মঙ্গলগ্রহ অভিযান। জাপানের রকেটে করে আমিরাতের মহাকাশযান ‘হোপ’ গেল সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের দিকে। এর মাধ্যমে পূরণ হতে চলেছে একজন আরব নারী বিজ্ঞানী সারাহ আল আমিরির স্বপ্ন।

হোপ মিশন যখন পৃথিবী ছেড়ে মঙ্গল অভিমুখে রওনা দিয়েছে, তখন একই সঙ্গে সবার নজর বিজ্ঞানী সারাহর দিকে। আরব বিশ্বের নারীদের মাঝে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে জাপানের দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা স্পেস সেন্টার থেকে আমিরাতের মনুষ্যবিহীন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এটাই আরব দুনিয়ার প্রথম মহাকাশ অভিযান। মঙ্গলগ্রহে পৌঁছাতে মহাকাশযানটির সাত মাস সময় লাগবে। এটি মঙ্গলের পরিবেশ ও আবহাওয়া নিয়ে তথ্য পাঠাবে। রয়টার্স, বিবিসি, এপি ও এএফপির খবরে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মঙ্গলের কক্ষপথে ঢুকবে হোপ মিশন। আমিরাতে আরবি ভাষায় এই মহাকাশযান ‘আল আমল’ নামে পরিচিত। বাংলায় নাম আশা। হোপ দুই বছর ধরে ঘুরবে মঙ্গলগ্রহের চার পাশে। লাল গ্রহটির উপরিভাগের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।

হোপ অভিযানে আমিরাতের বৈজ্ঞানিক দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ওই নারী বিজ্ঞানী সারাহ আল আমিরি। মহাকাশযানটির নিখুঁত উৎক্ষেপণের পর উচ্ছ্বসিত সারাহ বলেন, ‘আমাদের দেশের ওপর এর প্রভাব অনেকটাই ৫১ বছর আগে ১৯৬৯ সালে আমেরিকার চাঁদে পা রাখার মতো। সেটাও ২০ জুলাই তারিখে হয়েছিল। আমি আনন্দিত, আমিরাতের শিশুরা ২০ জুলাই ঘুম থেকে উঠে তাদের নিজস্ব অভিযানটি দেখতে পাবে, যা নতুন একটি বাস্তবতা এবং তাদের নতুন কিছুতে উদ্বুদ্ধ করবে।’ হোপ মহাকাশযানটি মঙ্গলের পথে পাড়ি দিতে উৎক্ষেপিত হওয়ার এক ঘণ্টা আগে থেকেই দুবাইয়ের বুর্জ আল খলিফা আলোকমালায় ঝলমল করে ওঠে। বিশ্বের সবচেয়ে উঁচু এই অট্টালিকায় উৎক্ষেপণের প্রতীকী ক্ষণগণনাও করা হয়েছে।
আমিরাতের রাশেদ মহাকাশ কেন্দ্রের পরিচালক ইউসুফ হামাদ আল শাইবানি বলেন, ‘এই অভিযান আমিরাত ও আরব অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এতে লাখো কোটি তরুণ স্বপ্ন দেখছে এবং অনুপ্রেরণা পাচ্ছে।’

যেকোনো সাফল্য বা অর্জনের মূলে থাকে একটা স্বপ্ন। ওয়াল্ট ডিজনির উক্তি হচ্ছে, ‘স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে প্রয়োজন ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা।’ মার্কিন টিভিব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের উক্তি, ‘স্বপ্নের পেছনে ছোটার চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হতে পারে না।’ প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালামের উক্তি, ‘স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।’ সারাহ আল আমিরি যেন এসব উপদেশ নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন। আর স্বপ্নটা জয় করে নিয়েছেন।

কী তার গল্প? সেটাই শোনা যাক!
১৯৮৭ সালে আরব আমিরাতে জন্ম সারা আমিরির। এখন বয়স মাত্র ৩৩ বছর। মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিলেন একেবারে ছোটবেলায়।

সারাহ আমিরির নিজের মুখেই শুনি সেই গল্প : ‘ছোটবেলায় আমার বয়স যখন ১২ বছর, তখন আমাদের ছায়াপথের সবচেয়ে নিকটতম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি ছবি দেখেছিলাম। সেই ছবিটি আমাকে সৌরজগতের প্রতি আকৃষ্ট করে। তখনই মহাকাশ প্রকৌশলে উৎসাহী হই। শৈশবে আমার স্বপ্নটি ছিল, মহাকাশ থেকে আমি পৃথিবী দেখব। কিন্তু তখন আমাকে সবসময় শুনতে হয়েছে, এটি অসম্ভব। কারণ এমন একটা দেশে থাকি, যে দেশটা একেবারেই নতুন; বিজ্ঞান ও প্রযুক্তিতে এখনো সমৃদ্ধ নয়। আমি কিন্তু স্বপ্নের ব্যাপারে হাল ছাড়িনি। বলতাম, মহাকাশ নিয়েই কাজ করতে চাই। অনেকেই মন্তব্য করেছেন, আমি কল্পলোকে বা জগতে বাস করছি। কিন্তু আমি নিজের লক্ষ্যে অবিচল থাকি।’

সারাহ আমিরি সেকেন্ডারি শেষ করে আমেরিকান ইউনিভার্সিটি অব শারজাহে কম্পিউটার সায়েন্সে ভর্তি হন। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার শখ থাকলেও সে বিষয়টি ওখানে ছিল না। ফলে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। আমিরাতে তখন কোনো মহাকাশ কর্মসূচি ছিল না। ফলে তাকে এমিরেটস ইনস্টিটিউশন ফর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যোগ দিতে হলো। সেখানে কাজ করেন দুবাই স্যাট-১ ও দুবাই স্যাট-২ প্রকল্পে। এরপর যোগ দেন জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে। ২০১৬ সালে তাকে সায়েন্স কাউন্সিলের প্রধান করা হলো। দেশটি মঙ্গল অভিযান শুরু করলে এর সাথে তাকে জড়িত করা হয়। এখন এই মিশনের তিনিই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ২০১৭ সালে তাকে আমিরাতের অ্যাডভান্সড সায়েন্সবিষয়ক প্রতিমন্ত্রী করা হয়। তিনি বৈশ্বিক বৈজ্ঞানিক সহযোগিতার অংশ হিসেবে ২০১৭ সালে আমেরিকায় যান এবং নাসাসহ বিজ্ঞানবিষয়ক সংস্থাগুলো ঘুরে প্রশিক্ষণ ও নানা অভিজ্ঞতা অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে নাসা সূর্য অভিযানে পাঠায় পার্কার সোলার প্রোব মহাকাশযানকে। এ অভিযানেও বিজ্ঞানী দলের নেতৃত্ব দেন একজন নারী, ড. নিকোলা ফক্স। তার বয়স যখন ৯ বছর, তখন তিনি লন্ডনের বাসায় বাবার সাথে বসে টেলিভিশনে সর্বপ্রথম মানব হিসেবে নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ঘটনা প্রত্যক্ষ করছিলেন। তখনই তিনি স্বপ্ন দেখেন, নিজেও মহাকাশ বিজ্ঞানী হবেন। তার স্বপ্নও বাস্তবায়িত হয়েছে। ৪৯ বছর পর নাসায় তার নেতৃত্বেই সূর্য অভিযান পরিচালিত হয়। তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক।
আর এবার আমিরাতের নারী বিজ্ঞানী সারাহর ঘটনাও যেন নিকোলা ফক্সের মতোই। ছোটবেলার স্বপ্নে অটল থেকে তিনিও তা জয় করেছেন।

আমিরাতের হোপ মহাকাশযান যেটি মঙ্গল গ্রহে গেছে, তা নির্মাণের বেশির ভাগ কাজ হয়েছে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ল্যাবরেটরি ফর অ্যাটমোসফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্সে। দুবাইয়ের মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টারেও উল্লেখযোগ্য কাজ হয়েছে। জাপানি রকেট দ্বারা চালিত মহাকাশযানটিতে তিন ধরনের সেন্সর রয়েছে, যার কাজ হবে মঙ্গলগ্রহের জটিল বায়ুমণ্ডল পরিমাপ করা। এতে শক্তিশালী রেজ্যুলেশনের একটি মাল্টিব্র্যান্ড ক্যামেরা আছে, যা সূক্ষ্ম বস্তুর ছবি তুলবে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরি ভাগ ও নিম্ন ভাগ পরিমাপ করার জন্য রয়েছে ইনফ্রারেড স্পেকটোমিটার। এটি তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। তৃতীয় আরেকটি সেন্সর গ্রহটির অক্সিজেন ও হাইড্রোজেন পরিমাপ করবে।

বিজ্ঞানী সারাহ বলেন, এই মিশনের অন্যতম কাজ হচ্ছে, এ দু’টি গুরুত্বপূর্ণ উপাদান কেন মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে থাকতে পারছে না, তা পরিমাপ করা। লাল গ্রহটিতে পৃথিবীর মতোই একসময় নদী সাগর ও পানি ছিল। কিন্তু এখন এটি শুষ্ক ধূলিকণায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সায়েন্স মিউজিয়াম গ্রুপের পরিচালক স্যার ইয়ান ব্ল্যাচফোর্ড বলেন, এর আগে যতগুলো মহাকাশযান মঙ্গলে গেছে সেগুলো ভূতত্ত্বের দিকে মনোযোগ দিয়ে কাজ করেছে। কিন্তু হোপ মিশন সফল হলে জলবায়ু সম্পর্কে সামগ্রিক একটা চিত্র পাওয়া যাবে।
সংযুক্ত আরব আমিরাত কেন মঙ্গল অভিযান চালাচ্ছে? তাদের তো এ ব্যাপারে কোনো অভিজ্ঞতাও নেই। এটি এক ধরনের উচ্চাভিলাষী পরিকল্পনা। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত এ পরিকল্পনা নিয়েছে। এ ব্যাপারে দেশটির বিজ্ঞানীরা বলেন, তারা তাদের দেশকে ধীরে ধীরে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করার চিন্তা থেকেই এ উদ্যোগ নিয়েছেন।
সাত মাস পর ‘হোপ’ যখন গন্তব্যে পৌঁছবে, তখন আরব আমিরাত স্বাধীনতার ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করবে। দেশটি দেখাতে চাচ্ছে, তার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা তাদের আছে।

বিজ্ঞানী সারাহ আল আমিরি বলেন, আমিরাতের তরুণ বিজ্ঞানীদের জন্য হোপ মিশন স্পেস ইঞ্জিনিয়ারিং পেশায় যুক্ত হওয়ার দ্বার খুলে দিয়েছে।

জ্বালানি তেলের ব্যবসা আর যথেষ্ট নয় আরব আমিরাতের। তাদের দৃষ্টি এখন মহাকাশে। শুধু তেলের ওপর নির্ভরশীল না থেকে নতুন কিছু করতে চাচ্ছে আরব দেশটি। যদি এ মিশন সফল হয় তা হলে প্রতিষ্ঠার ৫০ বছরে এসে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় আমিরাত রাষ্ট্র।

মঙ্গলগ্রহ অভিযান হোপের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান দিতে চান, আট শতাব্দী আগে আরব বিজ্ঞানীরা অনেক উন্নত দেশের চেয়েও অগ্রসর ছিলেন। বৈজ্ঞানিক আবিষ্কারের দিক থেকে তারা ছিলেন সামনের সারিতে। আমিরাতের শাসক উচ্চাকাক্সক্ষী এই মিশনের মাধ্যমে সাংস্কৃতিক গৌরবকে আবারো উদ্দীপ্ত করতে চান। এর আগে আরব আমিরাত পৃথিবী প্রদক্ষিণ করার জন্য রকেট পাঠিয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের উত্তর পূর্ব কোণায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের ফেডারেশন। এটি মরুময় দেশ। ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করেছে। উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৫০ সালে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত ব্রিটিশ শাসিত অনুন্নত এলাকার সমষ্টি ছিল এ অঞ্চল। ১৯৭০ সালের শুরুতে ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। দুবাইয়ের ‘বুর্জ খলিফা’ পৃথিবীর গগনচুম্বী এক অট্টালিকা, যা বিশ্ববাসীর চোখ ধাঁধিয়ে দেয়। দেশটিতে ৮২ লাখ জনগোষ্ঠীর মধ্যে স্থানীয় ১১ লাখ, ভারতীয় ২৬ লাখ ও পাকিস্তানি আছে ১২ লাখ। মঙ্গলগ্রহে আমিরাতের হোপ মহাকাশযান পাঠানোর এ ঘটনা দেশটির জন্য বিজ্ঞানের ক্ষেত্রে সৃষ্টি করল নতুন এক ইতিহাস, যা মুসলিম বিশ্বের জন্যও এক বড় অনুপ্রেরণা।

লেখক : সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক
abdal62@gmail.com

 


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল