২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

আমরা আগে কী ছিলাম আর এখন কী হলাম

- ফাইল ছবি

আমরা কী ছিলাম আর এখন কী হয়েছি! বলা হয়ে থাকে, জনগণ তাদের প্রত্যাশিত সরকারই পেয়ে থাকে। আমরা যতই অস্বীকার করতে চাই না কেন, শাসনব্যবস্থা দেখেই বিদেশে একটি জাতির ভাবমর্যাদা স্বীকৃত হয়। আমরা তো ছিলাম একটা নম্র, ভদ্র ও শান্তিপ্রিয় জাতি। স্বচ্ছ নির্বাচন, জীবনের প্রতি সম্মান, ব্যক্তিস্বাধীনতা, মৌলিক ও মানবিক অধিকার- এসব গণতান্ত্রিক মূল্যবোধ অর্জনের জন্য দীর্ঘকাল ধরে সংগ্রাম করে এসেছি। আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে একসাথে বসবাস করে এসেছি এবং যার যার ধর্ম শান্তিপূর্ণভাবেই পালন করেছি।

এখন আমাদের ভাবমর্যাদা দাঁড়িয়েছে, আমরা আইন-কানুনের প্রতিকারবিহীন একটি নিষ্ঠুর জাতি; যাদের শাসন করার জন্য প্রয়োজন হচ্ছে একধরনের পুলিশি রাষ্ট্র এবং সরকার গঠনের জন্য জনগণের নেই কোনো ভোটাধিকার। সরকারের সুবিধাবাদী কর্মচারীরাই সব ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের সহায়ক শক্তি।

অতি লোভ এবং দুর্নীতির কারণে আমাদের অনেকেই দেশ ও দেশবাসীর প্রতি দেশপ্রেমসুলভ দায়িত্ব ও কর্তব্যবোধ হারিয়ে ফেলেছি। ফলে আমরা এমন এক অবস্থায় উপনীত হয়েছি যাকে জংলি জীবনের বিবেকহীন ও নিরাপত্তাহীন অবস্থা বলা চলে। সরকারের জন্য কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অর্থ হলো, আইনের তোয়াক্কা না করা।

আইন প্রয়োগের নিশ্চয়তা নেই বলে খুন, গুম ও ধর্ষণ এখন দৈনন্দিন ঘটনা। কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকা গলফ ক্লাবের সন্নিকটে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। গত রোববার ঢাকা শহরের বাড্ডা এলাকাতে ১৫ বছরের কম দুই মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে। একই দিন সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট বোনের সামনে তৃতীয় শ্রেণীর ৯ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ছোট বোনের সামনে বড় বোনকে ধর্ষণ করাকে শুধু অপরাধ বলাই যথেষ্ট নয়। গণধর্ষণ প্রায়ই হচ্ছে। আমাদের মধ্যে নিষ্ঠুরতা কত প্রকট হয়ে উঠেছে, সেটিই আশাভঙ্গের বেদনা। ধর্ষণকারীদের সাহস পেতে অসুবিধা হচ্ছে না। অপরাধ দমনের দায়িত্ব কাদের তা জানার প্রয়োজন নেই।

মামলা দেয়া যে অর্থহীন, তা-ও জনগণের জানা। প্রথমত, পুলিশ সবার বিরুদ্ধে মামলা নিতে সাহস পাবে কি না তা দেখতে হবে। অপরাধীদের অনেকে এত ক্ষমতাধর যে, মামলা দিলে তাদের হাতে গুম কিংবা খুন হওয়া অস্বাভাবিক নয়। সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এ কারণে সাহস বেড়ে গেছে অপরাধীদের।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম সূত্রে প্রকাশ, মাসে গড়ে ৮৪ জন শিশু ধর্ষণের শিকার হচ্ছে। ২০১৯ সালে কমপক্ষে ১,০০৫টি শিশু ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর আগের বছরের তুলনায় এই সংখ্যা ৭৬.০১% বেশি। গত বছর শিশু হত্যার ঘটনাও বেড়ে দাঁড়ায় ৪৪৮ জন, এই সংখ্যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। অবহেলাজনিত কারণে পুকুরে বা নর্দমায় পড়ে শিশুমৃত্যুর সংখ্যাও নগণ্য নয়।
শিশু-কিশোরীদের ধর্ষণের এসব ঘটনা অভিভাবকদের উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয়পর্যায়ে আমরা ভাবছিÑ কোথায় সরকার, কোথায় আইন-কানুন।

আইন প্রয়োগের ওপর জনগণের আস্থা থাকলে অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তোলা যেত।  পুলিশ সরকারের রাজনৈতিক অঙ্গসংগঠন হয়ে পড়েছে। এ জন্য দুর্বৃত্তদের কাছে আইনশৃঙ্খলাবাহিনীর অস্তিত্ব তেমন কোনো অর্থ বহন করে না। কয়েক মাস আগে বুয়েটের ছাত্র আবরারকে তার সহপাঠীরা নির্যাতন চালিয়ে মেরে ফেলেছে। পরে জানা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়েও এরূপ টর্চার সেল আছে।

এসব ঘটনা থেকে বুঝতে অসুবিধা হয় না যে, হত্যা, ধর্ষণ এবং নিষ্ঠুরতা বাংলাদেশে কত সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টা নেই। বাস চালকদের দোষ দিয়েই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। সরকারের ধারণা, কঠিন শাস্তির বিধান করলে অপরাধ কমে যাবে। মন্ত্রী-মিনিস্টারদের প্রশাসনিক যোগ্যতার ব্যাপারে প্রশ্ন করার কেউ নেই। নিজেদের পুলিশ, নিজেদের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জনগণ কোনো সাহায্য পাওয়ার অধিকারটুকুও হারিয়ে ফেলেছে। তারা যে জনগণের পুলিশ, জনগণের কর্মকর্তা তা দাবি করাই যেন বোকামি। মামলা দিলেই জেল। কারণ, জামিন পাওয়ার আশায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে হয়। অপরাধ ছোট কী বড়, তা বিবেচনার বিষয় নয়। জামিন না দেয়াই ‘আইনি ব্যবস্থা’ হয়ে দাঁড়িয়েছে। দেশে চলছে মিথ্যা মামলার ছড়াছড়ি।

রাষ্ট্রীয়পর্যায়েও সহিংসতা, হত্যা ও গুমের ব্যাপারটিকে অতি সহজ রাজনীতিতে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর হাতে ক্রসফায়ারে মৃত্যু হলে কোনো জবাবদিহির প্রশ্ন উঠছে না। কিছু একটা অভিযোগ দিলেই হলো। পুলিশের হেফাজতেও আসামির মৃত্যুর ঘটনা জাতি অসহায়ভাবে প্রত্যক্ষ করছে। সাধারণত এসব মৃত্যুর অনুকূলে বলে দিলেই হলো যে, তারা ‘মাদক ব্যবসায়ী’ অথবা ‘সন্ত্রাসী’। আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এ জাতীয় মৃত্যু ঘটানো যে অবৈধ এবং সংবিধানবিরোধী, এ সম্পর্কে কারো কোনো দুশ্চিন্তা আছে বলে মনে হয় না। পুলিশের বড় বড় কর্তাব্যক্তির কেউ কেউ হয়তো বিবেকের তাড়নায় বলতে চান, পুলিশ জনগণের। পুলিশকে আইনের নিরপেক্ষ রক্ষক হিসেবে কাজ করতে না দেয়ার কারণেই রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্বৃত্তরা শক্তি পাচ্ছে। দেশে ভয়ভীতি ও আতঙ্কের রাজত্ব চালাতে চাইলে জনগণকে তো অসহায় রাখতেই হবে।

প্রকৃত সত্য হচ্ছে, সরকার পরিচালনার বিষয়টিকে রাষ্ট্রীয় শক্তির নিষ্ঠুরতার বিষয় করে তোলা হয়েছে। রাজনীতিতে প্রতিপক্ষকে ক্ষমতাসীনদের ‘চরম শত্রু’ হিসেবে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় ব্যবস্থার হৃদয়হীনতা ও সঙ্ঘাতের ব্যাপকতা সমাজেও বিস্তারিত হচ্ছে। কোনো কোনো সমাজবিজ্ঞানী বলতে চাইবেন, সমাজে মূল্যবোধের অভাব। তারা জানেন না রাজনীতি কিভাবে সমাজজীবনকে প্রভাবিত করে।
ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, বাক ও ব্যক্তিস্বাধীনতার বিলোপ করে রাষ্ট্র পরিচালনায় আমলাতান্ত্রিক পুলিশি পদ্ধতিকে আলিঙ্গন করা হয়েছে। মন্ত্রি-মিনিস্টার বা সংসদ সদস্যদের জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না বিধায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। অন্যায়ের বিরুদ্ধে সাহায্যের জন্য জনগণ কার কাছে যাবে, এমন নির্ভরযোগ্য কেহ নেই। কারণ, ক্ষমতাসীন লোকেরা নিজেরাই ব্যস্ত আছেন, কিভাবে ব্যক্তিগতভাবে লাভবান হবেন। ব্যবসায়ী রাজনীতিতে নিঃস্বার্থ সেবা দেয়ার প্রশ্ন অবান্তর।

এরূপ ধারণা মোটেও অযৌক্তিক মনে হবে না যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে বসে কিছু লোক আমাদের জনগণের গণতন্ত্র অর্জনের মুক্তিযুদ্ধকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমাদের জনগণের কাছে ধর্মহীন এবং নির্বাচনহীন বামপন্থী বৈপ্লবিক রাজনীতির কোনো স্থান ছিল না। কিন্তু স্বাধীন বাংলাদেশে জনগণের মুক্তিযুদ্ধ হয়ে গেল কিছু লোকের ‘প্রথম বিপ্লব’। একদলীয় বাকশাল শাসন হলো তাদের ‘দ্বিতীয় বিপ্লব’। জনগণের গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার দীর্ঘ দিনের সংগ্রামকে অস্বীকার করার জন্য নতুন কৌশল পাওয়া গেল। ‘মুক্তিযুদ্ধের চেতনা’র নামে ৬ দফাভিত্তিক, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি মুছে গেল। গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী আওয়ামী লীগ রূপান্তরিত হয়ে গেল গণতন্ত্রবিরোধী বামপন্থী বিপ্লবী রাজনৈতিক দলে।

গণতন্ত্রের কী অর্থ, তা না বোঝার কারণে ক্ষমতাসীনদের কেউ কেউ ক্ষমতার জোরে গণতন্ত্রকামীদেরও গণতন্ত্রের শিক্ষা দিতে বিব্রতবোধ করছেন না। নির্বাচনে অবিশ্বাসী সরকারকে জোর করে নামানো ছাড়া অন্য কী পথ আছে, তা বলে দিলে আমাদের সবার জন্য ভালো হতো।
করোনাভাইরাসের মহামারী আমাদের দেশে না আসুক, আল্লাহর কাছে তাই প্রার্থনা করছি। পুলিশি শাসন দিয়ে তো করোনাভাইরাস ঠেকানো যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় যে নাজুক অবস্থায় আছে তা সবারই জানা। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মতো প্রস্তুতি নেয়ার যোগ্যতা সরকারের আছে কি না তা নিয়ে সন্দেহ অনেকের। কোনো মন্ত্রণালয়ই যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছে না।

আমাদের মতো নিরীহ ও শান্তিপ্রিয় জাতিকে আর কত নিষ্ঠুরতার আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখা হবে এটাই প্রতিটি চিন্তাশীল বিবেকবান মানুষকে দারুণ উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। ভারতের সামরিক বাহিনীর সহায়তা নিয়ে স্বাধীনতা অর্জনের বাধ্যবাধকতা আমাদের রাজনীতিতে অনেক অবাঞ্ছিত উপসর্গ সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আজ এমন অন্যায়-অবিচারে ভরপুর নিষ্ঠুরতা দেখতে হচ্ছে, যা আগে দেখা যায়নি। বিচার বিভাগ এত অসহায় ছিল না। পুলিশি মামলা দিয়ে রাজনীতি করতে দেখা যায়নি। বামপন্থী রাজনীতি জনগণের কাছে একেবারেই গ্রহণীয় ছিল না। এখন দেশে চলছে তাদের বিপ্লবী রাজনীতি, যে রাজনীতির উৎস জনগণ নয়, বন্দুকের শক্তি।

গণতান্ত্রিক আন্দোলন চালাতে গিয়েই জনগণ স্বাধীনতার যুদ্ধে জড়িয়ে পড়েছিল। নেতারাসহ জনগণকে অনেক জেল-জুলুম সহ্য করতে হয়েছে। তখনো তো জনগণকে ভোটাধিকারহীন করা হয়নি। তখন ব্যক্তির মৌলিক অধিকারগুলো রক্ষার জন্য বিচার বিভাগকে দুশ্চিন্তায় থাকতে হয়নি। মুক্তিযুদ্ধ চলাকালের অবস্থা তো ভিন্ন হবেই।

এ কথা সবাইকে স্বীকার করতে হবে যে, আওয়ামী লীগের যুদ্ধের প্রস্তুতি না থাকায় গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র ভারতে গিয়েই বামপন্থী রাজনৈতিক নেতারা শুরু করে দেন। তারা তখনই তাদের নিয়ে নির্বাচিত সরকারের স্থলে বৈপ্লবিক সরকার গঠনের দাবি তোলেন। তাদের যুক্তি হলো, তাদের সহযোগিতাই ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি।

নিশ্চয়ই আমাদের জনগণ তাদের গণতান্ত্রিক স্বপ্নের মৃত্যু দেখার জন্য কিংবা নিজেদের মধ্যে হিংসাবিদ্বেষ ও অনৈক্য সৃষ্টির ভয়াবহ অবস্থা সৃষ্টি করতে মুক্তিযুদ্ধের জন্য চরম ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেনি। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না। ভারত থেকে ফিরে আসা কারো কারো কাছে গণতন্ত্র নয়, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ’ গড়া মুক্তিযুদ্ধের চেতনা হয়ে গেল।  স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য জীবনভর সংগ্রাম করে আসা রাজনৈতিক নেতারা, এমনকি বঙ্গবন্ধুকেও নৃশংস হত্যার শিকার হতে হলো।

গণতন্ত্রবিরোধী নিষ্ঠুর, হিংসা-বিদ্বেষের বাংলাদেশ আমাদের পরিচয় নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখাও আমাদের রাজনীতি ছিল না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হয়ে সব রাজবন্দীকে মুক্তি দেন। স্বাধীন বাংলাদেশে ফিরে এসে বঙ্গবন্ধুও অনেককে ক্ষমা করে দিয়েছিলেন। শত্রুতার রাজনীতিতে তিনিও বিশ্বাস করতেন না। রাজনীতির মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার রাজনীতিই ছিল আওয়ামী লীগের রাজনীতি। বন্দুকের শক্তি রাজনীতি হতে পারে না। চীন এবং রাশিয়ার সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক নিশ্চয়ই চাই। কিন্তু তাদের শাসনব্যবস্থা আমাদের জনগণের কাছে নিশ্চিতভাবেই গ্রহণীয় হবে না। সঙ্ঘাত-সংঘর্ষমুক্ত রাজনীতির আশা করা খুব কঠিন হয়ে পড়েছে।

আমাদের রাজনীতিতে ধর্ম ও মানবতার গুরুত্ব থাকবেই। গুরুতর অসুস্থ বয়োবৃদ্ধা বেগম খালেদা জিয়ার প্রতি যে অমানবিক নিষ্ঠুরতা দেখানো হচ্ছে তার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ডাক্তাররাই বলছেন যে, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সুচিকিৎসার জন্য তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কোর্টে জামিনের ব্যাপারে বাধা না দিলেই হয়।

নিজেদের কল্যাণে জনগণের ভোটে একটা জবাবদিহিমূলক সরকার গঠন করতে না পারলে আশপাশের অশুভ শক্তির প্ররোচনায় ক্ষমতায় থাকার জন্য সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিতেই থাকবে। খুনখারাবি ও গুমের প্রক্রিয়া অধিকতর ভয়াবহ হবে। নিরাপত্তা কারো জন্য নিশ্চিত থাকবে না। আমাদের বর্তমান রাজনীতিতে দূরদর্শিতার কোনো গুরুত্ব নেই।

জনগণ তাদের মুক্তিযুদ্ধের সাহসী ভূমিকা হারাতে পারে না। মুক্তিযুদ্ধ তো জনগণের মুক্তিযুদ্ধ ছিল। সাধারণ মানুষই রক্ত দিয়েছে। জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সে স্বাধীনতা রক্ষার সাহসও জনগণকেই দেখাতে হবে। জ্ঞান-বুদ্ধি ও মানবতাহীন বাংলাদেশ আমাদের দেশ হতে পারে না।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাটে সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ফিরছে ‘ভুতুড়ে শহরে’ ৭৫৬ কোটি টাকার সার কিনবে সরকার নবীনগরে দেশীয় বন্ধুকসহ যুবক গ্রেফতার, চুরি হওয়া মালামাল উদ্ধার ত্রাণ উপদেষ্টার সাথে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ আনিসুল হকের আয়কর নথি জব্দের আদেশ গাজা যুদ্ধ : সদ্যজাত ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইল টেকনাফে সমুদ্র উপকূলে নৌকা থেকে জি-ত্রি রাইফেল উদ্ধার বিজিবির ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১ পল্লী বিদ্যুতের জন্য কেনা হচ্ছে ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম উচ্চ আদালতে বিচারক নিয়োগে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হচ্ছে

সকল