১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

ভারতের নির্বাচনে কী হচ্ছে

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী - ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট নির্বাচন, যা ভারতের ভাষায় ‘লোকসভার নির্বাচন’, তা অনুষ্ঠিত হওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্ব গত ১৮ এপ্রিল শেষ হয়ে গেছে। এভাবে বলতে হচ্ছে, কারণ ভারতের ভোটপ্রদান পর্ব এবারো এক মাসেরও বেশি দিন ধরে মোট সাত পর্বে অনুষ্ঠিত হবে। আর প্রায় প্রতি সপ্তাহে অন্তত একটা করে পর্বের নির্বাচনের সমাপ্ত হবে। এভাবে নির্বাচন শেষ হবে সপ্তম পর্বটা অনুষ্ঠিত হলে আগামী মাসে, ১৯ মে। এরপর বাক্সবন্দী করে রাখা সব কেন্দ্রের ভোট, ২৩ মে সকাল থেকে একসাথে গণনা শুরু হবে। এতে আশা করা যায়, ওই দিন বেলা ১১টার পর থেকে কে কোন আসনে এগিয়ে আছে, সেই অভিমুখ স্পষ্ট হতে শুরু করবে, আর সেখান থেকে কোন দল বা কারা ক্ষমতায় আসতে যাচ্ছে, সেই অভিমুখ বা ইঙ্গিতও জানা শুরু হয়ে যাবে। এভাবে দিন শেষে সন্ধ্যার পরে সব ফলাফল না এলেও স্পষ্ট হয়ে যাবে কোন দল বা কারা ক্ষমতায় আসছে।

এটা ভারতজুড়ে ৫৪৩ আসনের লোকসভা নির্বাচন; অর্থাৎ ভারতে সরকার গঠন করে ক্ষমতায় যেতে হলে কোন দল বা জোটকে মোট ২৭২ ছাড়িয়ে (২৭২+) এরও বেশি আসন পেতে হয়। কারণ, প্রেসিডেন্টের মনোনীত আরো দু’টি আসনও আছে তা যোগ হলে মোট আসন ৫৪৫ হবে।

ভারতের টিভি মিডিয়ার এক প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন ড. প্রণয় রায়। তিনি ও তার মিডিয়া প্রফেশনাল স্ত্রী রাধিকা রায় মিলে ১৯৮৮ সালে ‘এনডিটিভি’ মিডিয়া গ্রুপ চালু করেছিলেন। তারা দু’জনে মিলে এর প্রায় দুই-তৃতীয়াংশের মালিক। এই প্রণয় রায় ব্যতিক্রম অনেক অর্থে। তিনি অন্য মিডিয়া মালিক বা নির্বাহী সম্পাদকদের সবার থেকে আলাদা এ জন্য যে, তিনি অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, অর্থনীতির ডক্টরেট সেই সাথে ব্রিটেনে পড়ালেখা করা পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

এ ছাড়া যখন টিভি বলতে একমাত্র সরকারি টিভি বোঝা হতো, সেই যুগে তিনি ভারতীয় দূরদর্শনে অর্থনৈতিক পরিসংখ্যানগত বিশ্লেষণ করতেন। তবে সেই সাথে ভারতের নির্বাচনের সময় প্রাপ্ত নির্বাচনী ডাটার অর্থ- তাৎপর্য ও অভিমুখ বিশ্লেষণ, এটা তার অন্যতম আগ্রহের বিষয়। পরবর্তীকালে ১৯৮৮ সালে নিজের এনডিটিভি চালু হলে ‘নির্বাচনী ডাটার অর্থ- তাৎপর্য ও অভিমুখ বিশ্লেষণ’ ভারতের বাজারে তিনি পাইওনিয়ার বলে মানা হয়। ইনি চলতি নির্বাচনের আগে এ নিয়ে তার বই (ভারডিক্ট : ডিকোডিং ইন্ডিয়ান ইলেকশন...) প্রকাশ করেছেন। বইটি হলো, ভারতের নির্বাচনের ভোট প্রদানের অর্থ কী করে বের করতে হয় তা নিয়ে। এরই সেই প্রকাশনা অনুষ্ঠানে তিনি কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

প্রণয়ের বিচারে ভারতের ভোটারদের ভোট দেয়ার প্যাটার্নকে তিন যুগে (একেকটা প্রায় ২৫ বছরে) ভাগ করা যায়। প্রথম ২৫ বছর ধরে ভোটারেরা একনাগাড়ে, স্বাধীন ভারত পাওয়ার আবেগ ও জোশে কংগ্রেসকেই মানে সরকারের পারফরম্যান্স যেমন হোক তাদেরকেই আবার জেতাতে হবে- এই ছিল আবেগ বা ফর্মুলা। সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সরকারকে প্রথম পুনরায় বিজয়ী না করে শুরু হয় দ্বিতীয় যুগ পর্ব। অর্থাৎ যার পারফরম্যান্স খারাপ তাকে পরের নির্বাচনে নির্বিচারে শাস্তি বা বাদ দিয়ে দেয়া।

আর সর্বশেষ এখনকার যুগপর্ব গত শতকের শেষ পর্যায় থেকে যার শুরু। তখন থেকে শুরু হয় একেবারে নির্বিচার নয়, এবার বিচার করে দেখেশুনে পুরান কোনো সরকারকে রেখে দেয়াও শুরু হয়েছে, যদিও কাউকে কাউকে শাস্তি বা বাদ দিয়ে দেয়াও, সে তো আছেই। অর্থাৎ মোদির আবার বিজয়কে তিনি একেবারে অসম্ভব বলে ঠিক ফেলে দেননি। ভারতের মিডিয়া জগতে প্রণয় ও তার টিভির চলতি বা সাবেক কলিগরা সবাই এখন ভারতের মিডিয়া জগতের প্রভাবশালী ও মাথা পরিচালক। আর সম্ভবত একজন বাদে (যে প্রকাশ্যেই বিজেপির পক্ষে) বাকিরা সবাই মোদি-বিরোধী বা কঠোর সমালোচক বলে মনে করা হয়।

প্রণয় রায়ের দ্বিতীয় মন্তব্য হলো, ভারতের সরকার গঠন এখন সরাসরি ভোটারের ওপর নির্ভরশীল নয়; বরং ঠিক ভোটের বদলে না হলেও ভোটারের ভোটের চেয়েও ‘জোট’ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেমন করে আপনি জোট করছেন, কাকে বেছে নিচ্ছেন, কেন, কী বুঝে- এই জোটবন্ধু বেছে নেয়া এটাই মুখ্য নির্ধারক যে, কে সরকার গঠন করতে পারবে।

উল্টা করে বললে প্রণয় আসলে বলতে চাইছেন, ভারতে কোনো একক দলের একা নিজের সামর্থ্যে সরকার গঠনের দিন শেষ। আর একটু এগিয়ে বললে তাহলে এখন কিসের দিন? এর সম্ভাব্য অভিমুখ হলো, ১৯৮৫ সালের পর থেকেই ভারতজুড়ে দল বলতে কংগ্রেস বা বিজেপির একক দল হিসেবে ক্ষমতায় আসার দিন শেষ হয়েছে, তাই ‘জোটের’ সরকার গড়ে ক্ষমতায় আসার দিনের শুরু। এর ধারাবাহিকতায় গতবার মানে ২০১৪ নির্বাচনে কংগ্রেস একা পেয়েছিল মাত্র ৩৮ আর, জোট হিসেবে সর্বনি¤œ, মাত্র ৬০ আসন। আর ওই দিকে এবার চলতি নির্বাচন থেকে বিজেপিরও পতন শুরু হয়ে যেতে পারে। যদি তাই হয়, তবে নতুন সেই অভিমুখের অর্থ হবে আঞ্চলিক দল বা বিভিন্ন রাজ্যভিত্তিক দল- এমন ছোট দলগুলোই এবার উল্টা বিজেপি বা কংগ্রেসকে সাথে না নিয়ে নিজেরা নিজেরাই জোট সরকার গঠন করার শুরুর দিন। কলকাতার মমতার ভাষায় এটা ‘ফেডারেল ফ্রন্টের’ সরকার।

প্রণয় রায়ের তৃতীয় মন্তব্য কংগ্রেস সম্পর্কে। বলা বাহুল্য তা খুবই করুণ। তিনি বলছেন, ‘কংগ্রেস সম্ভবত ২০৫০ সালের নির্বাচনের কথা চিন্তা করে এবারের নির্বাচন লড়ছে।’ এ কথার সোজা মানে হলো কংগ্রেস দিশা হারিয়েছে। তাই কারো সাথে জোট করতে চাচ্ছে না, বুঝছে না অথবা পারছে না। এমনকি সম্ভবত অন্যরাও কংগ্রেসকে তাদের জোটে নিলে কোনো লাভ হবে না, কংগ্রেসকে এমন অযোগ্য দল মনে করছে। তবে প্রণয় সব কারণের জন্য কংগ্রেসকেই দায়ী করছেন। বলতে চাইছেন কংগ্রেসের নিজের ওজন সম্পর্কেই কোনো সঠিক মূল্যায়ন বা ধারণা নেই। যেন রাহুল দলের সভাপতি হয়ে যাওয়ার পরে তার মনে একটা ভাব এসেছে যে, এবার বাপ-দাদার কংগ্রেসের যুগ ফিরে এসেছে। অথচ পায়ের নিচে মাটিই নেই।

ভারতের মোট ৫৪৩ আসনের মধ্যে একা উত্তর প্রদেশ এই রাজ্যে সর্বোচ্চ আসন, একমাত্র রাজ্য যেখানে আসন সংখ্যা ৮০টি। এর পরের দ্বিতীয় সর্বোচ্চ আসন অনেক নিচে; তা হলো মহারাষ্ট্র ৪৮, আর এর পরে তৃতীয় সর্বোচ্চ পশ্চিমবঙ্গ ৪২, এভাবে। অর্থাৎ উত্তর প্রদেশ নির্বাচনে খুবই নির্ধারক, গত নির্বাচনে একা বিজেপিই এখানে পেয়েছিল ৭২টি। অর্থাৎ একা এখানে বেশি আসন পাওয়ার সাথে কেন্দ্রে সরকার গড়া সম্পর্কিত। সেই উত্তর প্রদেশে এবার দুই প্রধান আঞ্চলিক দল (এসপি আর বিএসপি যারা মূলত গরিব, অন্তজ দলিত ও মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করে) নিজেরাই বিজেপিকে ঠেকাতে প্রথম কংগ্রেসকে বাদ দিয়ে জোট বাঁধে। প্রত্যেকে সমান ৩৮ আসন নিয়ে মোট ৭৬। আর বাকি চারের কংগ্রেস নিতে চাইলে দু’টি গান্ধী পরিবারের মা-ছেলের জন্য।

আর অন্য দু’টি আর এক ছোট আঞ্চলিক দলের (রাষ্ট্রীয় লোকদল) জন্য। এক কথায় বললে বিজেপি বিরোধী সবাইকে নিয়ে জোট না হওয়ার জন্য আঞ্চলিক দলগুলো মূলত দায়ী করছে কংগ্রেসকে। খুব সম্ভবত জটিলতা হলো, কংগ্রেসের স্বার্থের সাথে প্রতিটি আঞ্চলিক দলের স্বার্থ সঙ্ঘাতমূলক। অন্তত কংগ্রেস সেখান থেকেই দেখছে। এ ছাড়া আরো আছে কংগ্রেসের নিজের সম্পর্কে অতি মূল্যায়ন। ফলে এ জন্য কোনো আঞ্চলিক দলের সাথেই এবার কংগ্রেসের কোনো রাজ্যে কোনো আসন সমঝোতা হয়নি। দিল্লিতে আঞ্চলিক দল আম আদমি পার্টি, কলকাতা কেরালা বা ত্রিপুরায় সিপিএম, পাঞ্জাবে আম আদমি, আর উত্তর প্রদেশে ইত্যাদি এভাবে কোথাও কংগ্রেসের সাথে কারো শেষ পর্যন্ত কোনো জোট হয়নি। উত্তর প্রদেশে এসপি আর বিএসপির জোট ঘোষিত হওয়ার পরে সেটি উপেক্ষায় এর ওপরে আবার কংগ্রেস ঘোষণা করেছিল যে, রাহুলের বোন প্রিয়াঙ্কা এবার প্রথম নির্বাচন করবে। আর শেষ পর্যন্ত যা দাঁড়াল, তাতে কংগ্রেস সবখানেই এবার একা নির্বাচন করছে। আবার প্রিয়াঙ্কার নির্বাচনও অনিশ্চিত। যার সোজা মানে হলো, এখানে বিজেপি-বিরোধী ভোট এসব দল যারা যারা তাদের ভোট ভাগ হয়ে যাবে।

আর ততটাই বিজেপির জন্য তা সুবিধা বয়ে আনবে। অর্থাৎ কংগ্রেস যত ভোট কাটবে ঠিক তত ভোটই বিজেপির এগিয়ে যাবে। এমনকি কংগ্রেস এখন সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশের ৩০টি আসনে সে একক শক্ত প্রার্থী দেবে, তাদের নাকি বিপুল সম্ভাবনা। মানে ওই ৩০ আসনে সে ‘শক্ত’ করে ভোট নষ্ট করবে আর বাকি ৫০টি আসনে ‘দুর্বল’ভাবে নষ্ট করবে। এ কারণে কংগ্রেসের এবারের ভোট কৌশলের কোনো তাল নেই বেতাল দশা; উদ্দেশ্যবিহীনের মতো আচরণ করছে কংগ্রেস। এ দিকটা খেয়াল করে প্রণয় রায় বলছেন সঠিকভাবে ‘জোট’ করা যেখানে জেতার জন্য নির্ধারক, কংগ্রেস সেখানে ততটাই যেন বেখবর, ভবঘুরে। তাই কংগ্রেসের লক্ষ্য চলতি ২০১৯ সাল না যেন ২০৫০ সালের নির্বাচনের লক্ষ্যে এক অস্পষ্ট সময়ের জন্য কংগ্রেসের সব সিদ্ধান্ত।

ভারতের নির্বাচন ফলে আমরা অনেকেই আগ্রহ নিয়ে সময় দেবো, জানতে চাইব। বিশেষ করে নানান কারণ যারা আবার আগে নিয়মিত ভারতের রাজনৈতিক পরিবর্তনের দিক জানতে ততটা সময় দিতে পারিনি, তারাও এখন জানতে চাইব। সব নির্বাচনে মূল দু’টি দল থাকে, অনেকটা আমাদের লীগ-বিএনপির মতো। আর ভারতের এমন দুই দল হলো বিজেপি-কংগ্রেস। এটাই আমাদের বহু পুরনো সময় থেকে ধারণা। স্যরি, এবার এই অনুমান নিয়ে ভারতের নির্বাচন বুঝতে গেলে সব হিসাবে ভুল হবে। কেন?

গত প্রায় ৩০ বছরের (১৯৮৪-২০১৪) একটা ভোটের পরিসংখ্যানগত বিশ্লেষণ বলছে, যে আসন কখনো কংগ্রেস হারাচ্ছে তা বিজেপি বা আঞ্চলিক দল পাচ্ছে; বেশি সময়ে বিজেপি পাচ্ছে। কিন্তু বিজেপি যে সিট হারাচ্ছে তা কংগ্রেস ফিরে পাচ্ছেই না। বেশির ভাগই আঞ্চলিক দল পাচ্ছে।

এর সোজা মানে হলো, বিজেপির বিকল্প দল বলতে সেটা আর কংগ্রেস নয়, আঞ্চলিক দল। এক কথায় আঞ্চলিক দলের প্রভাব বেড়ে চলা এটাই ভারতের রাজনীতির মূল অভিমুখ। আর এটাই কংগ্রেসের কথিত অনুমিত স্বার্থের সাথে প্রত্যেক আঞ্চলিক দলের অনুভূত স্বার্থবিরোধ বা বিজেপি-বিরোধী হওয়া সত্ত্বেও কারো সাথেই কংগ্রেসের জোট না হওয়া। তাই এবার বিজেপি ফল খারাপ করলে এর অর্থ কংগ্রেস ক্ষমতায় আসবে তা নয়। এবারো তা না হওয়ার সম্ভাবনা বেশি। আর মমতা ঠিক এই কারণের বেশির ভাগ আঞ্চলিক দলের কংগ্রেসবিরোধিতার ভোকাল মুখপাত্র। পাবলিক মঞ্চে উঠে সরাসরি বলছেন, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না।

জনমত সমীক্ষা
ভারতের নির্বাচনের ফল সম্পর্কে জনমত সমীক্ষা চালিয়ে আগাম অনুমান করা সব সময় খুবই কঠিন একটা কাজ। এর মূল কারণ বিপুলসংখ্যক ভোটার (প্রায় ১০০ কোটি) যার তুলনায় স্যাম্পল সাইজ যত বড় আর ছড়ানো হওয়া উচিত তা না হওয়া বা নেয়া। তবুও এই নির্বাচনের ভারতের অন্তত পাঁচটা সমীক্ষা গ্রুপের কথা জানা যায়, যারা গত বছর থেকেই বিভিন্ন সময়ে ভোটের সম্ভাব্য ফলাফল কী হতে পারে (মোদির পক্ষে) সে অনুমান দিয়ে যাচ্ছে। আগে যাই থাক, গত ১৯ মার্চ এমনই এক অনুমিত গণনা রিপোর্ট বলে চলছিল বিজেপির-বন্ধু জোট আবার সরকার গঠন করে ফেলবে ২৮৩ আসন পেয়ে।

অবশ্য এরা প্রো-বিজেপি সমীক্ষা গ্রুপ বলে প্রচার আছে। কিন্তু ১১ এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন হয়ে যাওয়ার পরে সবার হাতে আর অনুমিত ডাটা নয়, অন্তত মোট ভোট প্রদানের শতকরা হার কত সে ফ্যাক্টস এসে গেছে। এর ফলে দেখা গেছে অন্তত দু’টি সমীক্ষা গ্রুপ এখন পিছু হটছে। এমনই একটা গ্রুপ ‘সিএসডিএস’ তাদের প্রকাশিত খবরের শিরোনাম হলো, ‘প্রথম পর্যায়ের ভোট হয়ে যাওয়ার পর বিজেপি কী অসুবিধায় পড়ছে?’ তারা এবার বিশ্লেষণে বলছে, প্রথম পর্যায়ে উত্তর প্রদেশের আট আসনে নির্বাচন হয়েছে। যার দু’টি বাদে বাকি ছয়টাতে বিজেপির অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা, যেখানে গত ২০১৪-তে এই আট আসনই বিজেপির ছিল। এখানে এবার ভোট প্রদানের হার কম আর ওই ছয়টা আসনেই মুসলমান ভোটার সংখ্যায় আধিক্য বলে এই যুক্তি তুলে এরা এখন সরে এসে বলছে- এই আট আসনের ছয়টাতেই বিজেপি খারাপ করবে।

একইভাবে আরেক সমীক্ষা গ্রুপ ‘সি-ভোটার’- যারা মোদির ‘পাবলিক রেটিং’ কেমন যাচ্ছে তা নিয়ে কথা বলে এসেছে। আগে ২৬ ফেব্রুয়ারি এরা দাবি করেছিল পাকিস্তানে কথিত ‘বিমান হামলা’ করে আসাতে মোদির রেটিং বেড়ে ৬২ শতাংশ হয়েছিল। এরপর এক মাসে তা অল্প করে কমলেও তা হয়েছিল ৫০ শতাংশ। কিন্তু প্রথম পর্যায়ের ভোট হয়ে যাওয়ার পর এবার তারা বলছে, সেটা আরো কমে এবার ৪৩ শতাংশ হয়েছে। অর্থাৎ মোদির গ্রহণযোগ্যতা এখন ১৯ শতাংশই কমে গেছে। দ্বিতীয় পর্যায়ের ভোটপ্রদান অনুষ্ঠিত হয়ে গেছে গত ১৮ এপ্রিল। তাতেও দেখা গেছে ভোট প্রদানের হার ২০১৪ সালের চেয়ে বাড়েনি, তবে অন্তত ২ শতাংশ কমেছে। মোটকথা সমীক্ষা গ্রুপগুলোই আর জোর দিয়ে মোদির সম্ভাব্য ভালো ফল করার কথা বলতে চাচ্ছে না। তাতে আসল ফলাফল আগামী মাসে যাই আসুক না কেন।

লেখক : রাজনৈতিক বিশ্লেষক

[email protected]


আরো সংবাদ



premium cement