১৮ বিদ্রোহী ফুটবলারের সাথে চুক্তি

রোববার ও সোমবার (৫ মে) মিলে ১৮ ফুটবলারের সাথেই চুক্তি করেছে বাফুফে। এ তথ্য জানান বাফুফের মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন।

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) |সংগৃহীত

কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ। এরপর বিদ্রোহের অবসান ঘটিয়ে ক্যাম্পে যোগ দেন ১৮ ফুটবলার। এদের ১০ জন ভুটান লিগে খেলতে সেখানে অবস্থান করছেন। বাকিরা ঢাকাতেই ক্যাম্পে। প্রশ্ন ছিল এই ফুটবলারদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শেষ পর্যন্ত চুক্তি করবে কি না। সেই অপেক্ষার অবসান। রোববার ও সোমবার (৫ মে) মিলে ১৮ ফুটবলারের সাথেই চুক্তি করেছে বাফুফে।

এ তথ্য জানান বাফুফের মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন। এখন এদেরকে ২৭ মে জর্দান সফরে নেয়া হবে কিনা তা কোচ বাটলারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

চুক্তিতে আসা ১৮ ফুটবলার হলেন সাবিনা খাতুন, রুপনা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, শিউলী আজিম, ঋতু পর্না চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মোসা: সাগরিকা, মাছুরা পারভীন, সুমাইয়া মাতসুসিমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী, সাথী বিশ্বাস, নীলুফার ইয়াসমিন নীলা, স্বর্না রানী ও নাসরিন আক্তার। এদের মধ্যে ১৩ জন ৫৫ হাজার টাকা, দু’জন ৩০ হাজার টাকা, দু’জন ২২ হাজার টাকা এবং একজন ২০ টাকা করে মাসে বেতন পান।