লাল-সবুজের জার্সি গায়ে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলেন না কিউবা মিচেল। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের শুরুটা হয়েছে হার দিয়ে। স্মরণীয় কিছু করতে পারেননি তিনিও।
হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই শুরু করল বাংলাদেশ। হ্যানয়ে অনুষ্ঠিত ম্যাচে বুধবার ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছে সফরকারীরা।
প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের ঝড়ের মুখে পড়েছিল বাংলাদেশ। সেই ঝড়টা বেশি গেছে গোলরক্ষক শ্রাবণের ওপর দিয়ে। স্বাগতিক ফরোয়ার্ডদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে গেছেন গোলমুখে দাঁড়য়ে।
ঠেকিয়েছেন একের পর এক শট ও হেড। তবে কয়টা আটকাবেন! শেষ পর্যন্ত দু’বার পরাস্ত হলেন। তবে তিনি যা করেছেন, তার জন্য দল না জিতলেও শ্রাবণ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭১ ধাপ এগিয়ে ভিয়েতনাম। দু’দেশের যুব দলের লড়াইয়ে সেই পার্থক্য ছিল পরিষ্কার। সময় যত গড়িয়েছে, খেলার নিয়ন্ত্রণ গেছে স্বাগতিকদের হাতে। বড় ব্যবধান হয়নি শুধু শ্রাবণের কল্যাণে।
ফু থোর ভিয়েত ত্রি স্টেডিয়ামে ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা, কিন্তু পোস্টে লেগে বল ফিরে যায়। ৫ মিনিট পর অবশ্য আর হতাশ হতে হয়নি। এনগুয়েন এনগকের গোলে লিড নিয়ে নেয় স্বাগতিক দল।
১ গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নেয়। রক্ষণ সামলাতে হিমশিম খেতে হয় রিমন, শান্ত, শাকিল তপুদের। তবে যেভাবেই হোক ৮২ মিনিট পর্যন্ত আর গোল আসেনি।
তবে এরপর আর আটকে রাখা যায়নি, ভিয়েতনাম ব্যবধান দ্বিগুণ করা গোল পেয়ে যায় ৮২তম মিনিটে। কর্নার থেকে ফাম ডি লুকের হেড পাসে লি ভিক্টর হেডেই জড়িয়ে দেন জালে।
এই জয় দিয়ে ভিয়েতনাম ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। ৩ পয়েন্ট আছে একইদিন সিঙ্গাপুরকে হারানো ইয়েমেনের।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের ও ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে। সেই দুই ম্যাচ থেকে যে করেই হোক পয়েন্ট চাইবে বাংলাদেশ।



