পরীক্ষিত তারকাদের রেখেই এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

এশিয়া কাপের জন্য আগেভাগে দল ঘোষণার পেছনে অবশ্য কারণ আছে। চলতি মাসের শেষ দিকেই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে সালমান আগার দল। তাই একেবারে প্রস্তুত হয়েই ছাড়বে দেশ।

নয়া দিগন্ত অনলাইন
গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের
গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের |সংগৃহীত

এশিয়া কাপের জন্য প্রস্তুত পাকিস্তান। প্রথম দল হিসেবে ঘোষণা করেছে এশিয়া কাপের দল। তবে তাতে রাখা হয়নি পরীক্ষিত একাধিক তারকাকে। গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। তবে আছেন শাহিন শাহ আফ্রিদি।

রোববার (১৭ আগস্ট) টি-টোয়েন্টি ফরম্যাটের আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

এশিয়া কাপের জন্য আগেভাগে দল ঘোষণার পেছনে অবশ্য কারণ আছে। চলতি মাসের শেষ দিকেই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে সালমান আগার দল। তাই একেবারে প্রস্তুত হয়েই ছাড়বে দেশ।

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আরব আমিরাতের সাথে থাকবে আফগানিস্তানও। শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এরপর সরাসরি এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান।

৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।