ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ তায়ালার আদেশে পশু কোরবানির মাধ্যমে উদ্বেলিত মুসলিম বিশ্ব। যার ছোঁয়া লেগেছে খেলার জগতেও।
ঈদের আনন্দ শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌহার্দ্য বিনিময় করছেন ক্রিকেটার-ফুটবলাররা। অনেকে ঈদের নামাজ, আবার অনেকে কোরবানির ছবি প্রকাশ করে দিয়েছেন ঈদ শুভেচ্ছা।
আশ্চর্যজনক হলেও সত্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে ভক্ত-সমর্থকদের উদ্দেশে কোনো শুভেচ্ছা বার্তা দেননি দেশের ক্রিকেটের দুই আইকন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
ছেলে মায়ানকে নিয়ে মুশফিকুর রহিম ঈদগাহ থেকে ছবি দিয়ে জানান, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ মোবারক।’
মেহেদী হাসান মিরাজ কোরবানির পর রক্তমাখা ছবি প্রকাশ করে লিখেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদুল আজহা। পবিত্র এই দিনে আরো গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি।’
ভিন্নধর্মাবলম্বী হলেও ঈদের আনন্দ স্পর্শ করেছে লিটন দাসকেও। ফেসবুকে তিনি লিখেন, ‘এই ঈদে আপনাদের আনন্দ, স্বাস্থ্য ও অফুরন্ত আশীর্বাদ কামনা করছি। আসুন ঐক্য ও শ্রদ্ধার চেতনায় উদযাপন করি!’
বাবা ও ছেলেকে সাথে নিজ এলাকা মোহাম্মদপুরে ঈদের নামাজ আদায় করেন তাসকিন আহমেদ। নিজ গ্রাম থেকে সহধর্মিণীকে নিয়ে একটি ছবি আপলোড করে ঈদের শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমানও।
তাছাড়া শরিফুল ইসলাম, এবাদত হোসেনসহ একাধিক তারকা ক্রিকেটাররা জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।
এদিকে, জাতীয় দলের ব্যস্ত সময় থাকায় দলের সাথেই ঈদ উদযাপন করেন ফুটবলাররা।
বাফুফের দেয়া সাদা পাঞ্জাবি পরে ফুটবলাররা সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।