বাংলাদেশ দলে নাসুম, ওয়েস্ট ইন্ডিজও ডাকলো তারকা স্পিনার

মিরপুরে আগামীকাল (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘ঘূর্ণিঝড়’ দেখার জন্যই প্রস্তুত হতে হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সতীর্থদের সাথে আকিল হোসেইন
সতীর্থদের সাথে আকিল হোসেইন |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

নাসুমকে টেক্কা দিতে এবার ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে আনল আকিল হোসেইনকে। মিরপুরের উইকেটের সাথে তাল মেলাতে এই স্পিনারকে দলভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে এসেছেন পেসার রামন সিমন্ডসও।

মিরপুরে স্পিনাররা সহায়তা পান, এমনটা নতুন কিছু নয়। তবে সিরিজের প্রথম ওয়ানডেতে স্পিনাররা একটু বেশিই দাপট দেখান। এমতাবস্থায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই স্পিনে শক্তি বাড়ালো আরো।

আগের দিনই (রোববার) বাংলাদেশ দলে ডাক পান নাসুম আহমেদ। দলে চতুর্থ স্পিনার হিসেবে জায়গা করে নেন তিনি। এবার সিরিজের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজ আকিল হোসেইনকে দলে ভেড়াল।

জানা গেছে, আকিল সোমবার রাতেই ঢাকায় দলের সাথে যোগ দেবেন। তিনি ছাড়াও দলে যুক্ত হচ্ছেন রামন সিমন্ডস। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার।

অর্থাৎ মিরপুরে আগামীকাল (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘ঘূর্ণিঝড়’ দেখার জন্যই প্রস্তুত হতে হচ্ছে। যেখানে বাংলাদেশ চাইছে যে করেই হোক, আরো একটা জয়ে সিরিজ নিশ্চিত কর‍তে। চাচ্ছে সিরিজ হারের খরা কাটাতে।