আজও আফগানিস্তানকে অল্প রানেই আটকে দিলো বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটা উপলক্ষ হয়ে উঠেছে ধবলধোলাইয়ের। এমন উপলক্ষের ম্যাচে শারজায় টসে জিতে আগে ফিল্ডিং করছে জাকের আলির দল।

নয়া দিগন্ত অনলাইন
আজও আফগানিস্তানকে অল্প রানেই আটকে দিয়েছে বাংলাদেশ
আজও আফগানিস্তানকে অল্প রানেই আটকে দিয়েছে বাংলাদেশ |ক্রিকইনফো

‘ধবলধোলাই’ এখন হাতের মুঠোয়৷ অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ৩-০ তে সিরিজ জয়ের পথে টাইগাররা৷ সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৪৩ রান। সাইফুদ্দিন নেন ৩ উইকেট।

রোববার শারজায় বল হাতে তৃতীয় ওভারেই দলকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। ইবরাহীম জাদরানকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। জাদরান আউট হন ৭ রানে।

দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা বাড়েনি। চতুর্থ ওভারের প্রথম বলেই রাহমানুল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ। শামিম পাটোয়ারির দারুণ ক্যাচ হবার আগে ৯ বলে ১২ রান করেছিলেন তিনি।

২৪ রানে ২ উইকেট হারানো আফগানিস্তান পাওয়ার প্লের শেষ বলে হারায় ওয়াফিউল্লাহ তারাখিলের উইকেট। ১১ বলে ১৩ রানে আউট হন তিনি। ৬ ওভার শেষে আফগানদের স্কোর ৩৯/৩।

এরপর সেদিকুল্লাহ আতাল চেষ্টা করেন পাল্টা আক্রমণের। সুবাদে ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে যোগ হয় ৭৩ রান। তবে পরের ওভারে এসেই উইকেট তুলে নেন সাইফুদ্দিন। ফেরান সেই আতালকেই।

আতাল আউট হন ২৩ বলে ২৮ রান করে। পরের উইকেট এনে দেন রিশাদ হোসেন। ১১.৩ ওভারে ফেরান আজমতুল্লাহ ওমরজাইকে (৩)। ৮১ রানে ৫ উইকেট হারায় আফগানরা।

৬ষ্ঠ উইকেট আসে পরের ওভারেই, মোহাম্মদ নাবিকে ১ রানেই থামান নাসুম। এরপর ১৫তম ওভারে জোড়া আঘাত আনেন তানজিম সাকিব। ১৪.৩ ওভারে রশিদ খান (১২) ও পরের বলেই আব্দুল্লাহকে (০) ফেরান তিনি।

১৫ ওভার শেষে স্কোর ছিল ৯৮/৮। তবে সেখান থেকেই দরবেশ রাসুলি ও মুজিবুর রহমান মিলে গড়েন ইনিংস সর্বোচ্চ ২২ বলে ৩৪ রানের জুটি। ১৮.২ ওভারে এসে এই জুটি ভাঙেন সাইফুদ্দিন, ২৯ বলে ৩২ করে আউট হন রাসুলি।

শেষ পর্যন্ত মুজিব অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রানে। ৯ উইকেটে ১৪৩ রানে থামে আফগানরা। ৩ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন সাইফুদ্দিন। ২টি করে উইকেট নেন সাকিব ও নাসুম আহমেদ।

উল্লেখ্য, প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটা উপলক্ষ হয়ে উঠেছে ধবলধোলাইয়ের। এমন উপলক্ষের ম্যাচে শারজায় টসে জিতে আগে ফিল্ডিং করছে জাকের আলির দল।