শেষ ২ ওভারে প্রয়োজন ৩০ রান, হাতে ৩ উইকেট। তবে নেই নির্ভরযোগ্য কোনো ব্যাটার। ফলে স্বল্প রানের পুঁজি নিয়েও জয়ের স্বপ্ন বুনতে থাকে বরিশাল। তবে সেই স্বপ্ন ভেঙে দেন রেজাউর, ৭ বলে ১৯ রান কর জেতান সিলেটকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ সেপ্টেম্বর) বরিশালকে ২ উইকেটে হারিয়েছে সিলেট। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪১ রান করে বরিশাল। সমান উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে সেই রান টপকে যায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের শুরুটা একদমই ভালো হয়নি। ১৪ বলে মাত্র ৩ রান করে আউট হন জাহিদুজ্জামান। আরেক ওপেনার ইফতেখার রহমান ইফতির ব্যাট থেকে আসে ১১ বলে ৯ রান।
এরপর হাল ধরেন ফজলে মাহমুদ রাব্বি ও সালমান হোসেন ইমন। তিন নম্বরে নামা রাব্বির ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬০ রানের ইনিংস। চারটি করে চার-ছক্কা মারেন বাঁ-হাতি ব্যাটার।
অধিনায়ক সালমানও মারেন চারটি ছক্কা। তিনি খেলেন ২১ বলে ৩৫ রানের ইনিংস। এরপর আর কেউ তেমন কিছু করতে পারেননি। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি সিলেট। দ্বিতীয় ওভারেই ফেরেন মুবিন আহমেদ দিশান। পাওয়ার প্লেতেই আউট হয়েছেন জাকির হাসানও (৭)। থিতু হয়েও রানের দেখা পাননি মিজানুর রহমান। ফেরার আগে করেছেন ২২ বলে ১৩ রান।
দলের রান পঞ্চাশ ছোঁয়ার পর আউট হয়েছেন রাহাতুল ফেরদৌস জাভেদ (৭)। পরবর্তী সময়ে আল গালিব ও অমিত মিলে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে ২৪ রান করা গালিবকে ফিরিয়ে ৩৫ রানের জুটি ভাঙেন তানভীর।
দ্রুতই ফিরেছেন তাওহীদ হাসানও। আর ১৭.৩ ওভারে ৩২ বলে ৩৯ রান করা অমিত হাসান ফিরলে ম্যাচ হেলে পড়ে বরিশালের দিকে। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩২ রান।
তবে রেজাউর রহমান ও খালেদ আহমেদ মিলে সেই সমীকরণ মেলান। ১৯তম ওভারে রুয়েল মিয়ার বলে দু’টি চার মারেন রাজা। পরে ওভারের শেষ বলে ছক্কা মেরে দেন খালেদ।
তাতে শেষ ওভারে বাকি ১০ রান। যা ৪ বলের মধ্যেই করে ফেলে সিলেট। শেষ ওভারে মেহেদি হাসানের প্রথম বলেই ছক্কা মারেন রাজা। তৃতীয় বলে খালেদ (১২) ফিরলেও জিততে সমস্যা হয়নি।



