একইসাথে বিয়ে করলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার

আগামী ৬ অক্টোবর আবরার-আমিনা জুটির ওলিমা অনুষ্ঠিত হবে এবং এরপরই লাহোরে পাকিস্তান টেস্ট দলের সাথে যুক্ত হবেন এই স্পিনার।

নয়া দিগন্ত অনলাইন
সতীর্থদের সাথে কামরান গুলাম (ছবিতে বামে) ও আবরার আহমেদ (ডানে)
সতীর্থদের সাথে কামরান গুলাম (ছবিতে বামে) ও আবরার আহমেদ (ডানে) |সংগৃহীত

একই সময়ে এবং একই বিষয়ে একসাথে খবরের শিরোনাম হলেন পাকিস্তানের জনপ্রিয় দুই ক্রিকেটার আবরার আহমেদ ও কামরান গুলাম।

রোববার (৫ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২৭ বছর বয়সী আবরার আহমেদ করাচিতে আমিনা রহিম নামের এক তরুণীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

আগামী ৬ অক্টোবর আবরার-আমিনা জুটির ওলিমা অনুষ্ঠিত হবে এবং এরপরই লাহোরে পাকিস্তান টেস্ট দলের সাথে যুক্ত হবেন এই স্পিনার।

আর ২৯ বছর বয়সী টেস্ট ক্রিকেটার কামরান গুলামের বিবাহের ওলিমা পেশোয়ারে অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে ডেইলি জংগ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওলিমা অনুষ্ঠানে কামরানের একাধিক সতীর্থ খেলোয়াড় উপস্থিত ছিলেন। তাদের অন্যতম হলেন- মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, ইফতেখার আহমেদ, ফখর জামান, নাসিম শাহ প্রমুখ।