চেষ্টার কমতি রাখলেন না সাইফ হাসান। হাতে মাত্র ৫ রান নিয়েই প্রায় জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন দলকে। তবে নুরুল হাসান সোহান ক্যাচ মিস করায় বাড়ছে অপেক্ষা। ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে।
শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে প্রথম ২ বলে কোনো রান দেননি সাইফ। পরের দুই বলে ২ রান হলেও ৫ম বলে আকিল হোসেইনের স্ট্যাম্প ভেঙে দেন সাইফ।
ফলে শেষ বলে প্রয়োজন ছিল ৩ রানের। খ্যারি পিয়েরে সেই বলে ক্যাচ উঠিয়ে দিলেও, তা তালুবন্দি করতে পারেননি সোহান। ক্যাচ ফসকে যাওয়ার আগে দুই রান নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে রানে ফেরে সমতা।
বাংলাদেশ আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করেছিল, ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে পৌঁছে যায় সমান রানে। ফলে ম্যাচের ভাগ্য নির্বাচন হবে এখন সুপার ওভারে।



