ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলেন নাসুম

দীর্ঘদিন রান খরায় ভোগা বাংলাদেশ ১০ ম্যাচ পর ওয়ানডেতে তুললো আড়াই শতাধিক রান।

নয়া দিগন্ত অনলাইন
ফিল্ডিংয়েও দারুণ শুরু করেছে বাংলাদেশ
ফিল্ডিংয়েও দারুণ শুরু করেছে বাংলাদেশ |পুরনো ছবি

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। তুলে নিয়েছে ৩ উইকেট। তিনটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ। তাতে জয়ের পথেই হাঁটছে টাইগাররা। আছে সিরিজ জয়ের খরা কাটানোর অপেক্ষায়।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় এই ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।

যেখানে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ পায়। হোম অব ক্রিকেটে গত ৭ বছরের মাঝে যা বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রান করেছিল টাইগাররা।

এছাড়া দীর্ঘদিন রান খরায় ভোগা বাংলাদেশ ১০ ম্যাচ পর ওয়ানডেতে তুললো আড়াই শতাধিক রান।

বড় রানের পুঁজি পাবার পর বাকি কাজটা এখন বোলারদের। যে কাজটা ঠিকঠাক করছেন নাসুম আহমেদ। পরপর ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে স্বস্তিতে আছে বাংলাদেশ।

৪.৪ ওভারে ১৬ রানে উদ্বোধনী জুটি ভাঙেন, অ্যালিক আথানেজ ফেরেন ২১ বলে ১৫ রান করে। পরের ওভারে এসে রানের খাতা খোলার আগেই ফেরান আকিম অগাস্টেকে। ২৮ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।

পরের উইকেট তুলে নেন ৮.২ ওভারে, দলীয় ৩৫ রানে। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করে দেন তিনি। ১৭ বলে ১৮ রান করেন কিং। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের রান ১২ ওভারে ৪১/৩।

জয়ের জন্য এখনো ২৫৬ রান প্রয়োজন। ব্যাট করছেন কেসি কার্থি ও শাইহোপ।