মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ওয়ানডে চলার সময় একই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে আছেন লিটন দাস।
চোটের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। চোট থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না লিটন। অবশেষে, ফিরলেন তিনি। তবে ক্যারিবীয়দের সাথে এই সিরিজে নেই মোহাম্মদ সাইফুদ্দিন, ফেরা হয়নি সৌম্য সরকারেরও।
আফগানিস্তান সিরিজের ডাক পেলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত দলে যোগ দিতে না পারা সৌম্য সরকারকে রাখা হয়নি টি-২০ দলে। তবে ছন্দে না থাকলেও আছেন জাকের আলি, শামিম পাটোয়ারী, পারভেজ ইমন।
২৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


