এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই কোনো বাংলাদেশী

ধারাভাষ্য প্যানেলে থাকছেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরামের মতো আলোকিত মুখ।

নয়া দিগন্ত অনলাইন

আগামীকাল মঙ্গলবার পর্দা উঠবে এশিয়া কাপের এবারের আসরের। উত্তেজনাপূর্ণ এই আসর আরো প্রাণবন্ত করে তুলতে শুক্রবার এক বিবৃতিতে একঝাঁক ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে এসিসি।

একটা সময় যেকোনো টুর্নামেন্টে আতহার আলি খান ছিলেন ধারাভাষ্যে নিয়মিত মুখ। তবে গত এশিয়া কাপে ধারাভাষ্য প্যানেলে ঠাঁই হয়নি তার, বাংলাদেশের হয়ে ডাক পেয়েছিলেন শামিম আশরাফ চৌধুরী।

তবে আসন্ন আসরে জায়গা হয়নি তারও। অর্থাৎ আসন্ন এশিয়া কাপে থাকছে না বাংলাদেশের কোনো ধারাভাষ্যকার। আতহার-শামিম ছাড়াই ১৫ সদস্যের ধারাভাষ্য প্যানেল সাজানো হয়েছে।

এশিয়া কাপে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে থাকছেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরামের মতো আলোকিত মুখ। তাছাড়া সাইমন ডুলও আসছেন এশিয়া কাপ মাতাতে।

ইংরেজি ধারাভাষ্য প্যানেল- রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষ্মণ, সঞ্জয় মাঞ্জরেকার, রবিন উথাপ্পা, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, বাজিদ খান, রাসেল আর্নল্ড ও সাইমন ডুল।

হিন্দি ধারাভাষ্য প্যানেল- বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা, অভিষেক নায়ার ও সাবা করিম।