বিসিবি’র নতুন পরিচালনা বোর্ডে ৪ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক চারজন ক্রিকেটার। তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট।

নয়া দিগন্ত অনলাইন
নতুন পরিচালনা বোর্ডে ৪ ক্রিকেটার
নতুন পরিচালনা বোর্ডে ৪ ক্রিকেটার |সংগৃহীত

ক্রিকেট বোর্ডে ক্রিকেটার থাকবেন, অবাক করা কোনো বিষয় নয়। আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়রা দীর্ঘদিন ছিলেন পরিচালনা বিভাগে। তবে এবার তাদের কেউ নেই, এসেছেন নতুন চার মুখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক চারজন ক্রিকেটার। তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট।

ক্রিকেট বোর্ডে পরিচালক সংখ্যা ২৫ জন। যার মাঝে ২৩ জন আসছেন নির্বাচিত হয়ে। বাকি দু’জন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। যেখানে অভিজ্ঞরা আছেন, তবে ২৫ জনের মাঝে ২০ জনই নতুন মুখ।

সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথমবার বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন পাইলট ও আব্দুর রাজ্জাক। আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ বোর্ডে আগে কাজ করলেও নির্বাচন করলেন এই প্রথম।

এর আগে দু’জনে কাজ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে। দু’জনেই ছিলেন বিসিবি’র সাবেক সভাপতি।

ঢাকা বিভাগ থেকে ১৫টি ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম। এছাড়া ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪২টি ভোট পান ফারুক আহমেদ। তৃতীয় ক্যাটাগরি থেকে ভোটের লড়াই জিতে আসেন পাইলট। আর খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন রাজ্জাক।

এর মাঝে আবার আমিনুল ইসলাম বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন। দেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো সাবেক ক্রিকেটার সভাপতি নির্বাচিত হলেন।

যদিও আমিনুল ও ফারুক দু’জনেই সভাপতি হয়েছিলেন, তবে তারা কেউ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসেননি। অন্যদিকে ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে।