পঞ্চম বোলার খুঁজছেন শোয়েব-মিসবাহ, জাকেরকে তুলোধুনো

শোয়েব মালিক জাকেরকে নিয়ে বলেন, জাকের আলীকে ওরা ফিনিশার বলে। কিন্তু আমরা দেখেছি, শেষের চার ওভারে সেট ব্যাটার হিসেবে আপনি খেলছেন, কিন্তু বল ব্যাটেই লাগাতে পারলেন না।

নয়া দিগন্ত অনলাইন
পঞ্চম বোলার খুঁজছেন শোয়েব-মিসবাহ, জাকেরকে তুলোধুনো
পঞ্চম বোলার খুঁজছেন শোয়েব-মিসবাহ, জাকেরকে তুলোধুনো |সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে গতরাতে বহুল কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে শেষ চারের সমীকরণ। তবে জয় পেলেও সবার মন জিততে পারেনি টাইগাররা।

নিজেদের কিছু ভুল পরিকল্পনার মাশুল দিতে হয়েছে। অন্যথায় জয়ের ব্যবধান আরো বাড়তে পারতো। আরো একটু স্বস্তিতে থাকতে পারতো টাইগাররা। ম্যাচ শেষে যেসব ভুল নিয়ে কথা বলেছেন অনেকেই।

কথা বলেছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক মিসবাহ উল হক ও শোয়েব মালিক। ম্যাচ জিতেও তাদের কাঠগড়ায় বাংলাদেশের ভুল পরিকল্পনা। যেখানে সবার প্রশ্ন, পঞ্চম বোলার কোথায়?

আগের দুই ম্যাচে দারুণ বল করেন তানজিম সাকিব। হংকংয়ের বিপক্ষে ২১ রানে ২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে নেন ১ উইকেট। অথচ তাকে রেখেই গতকাল আফগানিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ।

তার জায়গায় নেয়া হয়নি স্পেশাল কোনো বোলার। পঞ্চম বোলিং অপশনে শামীম হোসেন ও সাইফ হাসানকে দিয়ে চার ওভার করায় বাংলাদেশ। যা একটা সময় গলার কাঁটা হয়ে দেখা দেয়।

এই ওভারগুলো থেকে ৫৫ রান নিয়েছে আফগান ব্যাটাররা। দুজনে মিলেও নিতে পারেননি কোনো উইকেট। দলের এমন ভুল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন শোয়েব মালিক।

‘বাংলাদেশের পঞ্চম বোলার ছিল শামীম বা সাইফ। এদের আমি পঞ্চম বোলার বলব না, সপ্তম বা অষ্টম বোলার বলব। সাইফকে তো আপনি ঠিক ব্যাটিং অলরাউন্ডারও বলতে পারবেন না। এদের কেউই আসলে পঞ্চম বোলার না।’

একই বিষয়ে মিসবাহ বলেন, ‘এখানে তো ৪ ওভারই ঠিকমতো হচ্ছে না। আজও ৫৫ রান হয়ে গেছে এদের। আফগানিস্তান আজকে সুবিধা করতে পারেনি, যদি দুজন সেট ব্যাটার খেলত, আরো বেশি রান দিত।’

অন্যদিকে ব্যাট হাতেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তানজিদ তামিমের ৩১ বলে ৫২ রানের ইনিংস ছাড়া ভালো করতে পারেননি আর কেউ। সাইফ ৩০ রান করলেও বল খেলেন ২৭টি।

তারপরও পাওয়ার প্লেতে ৫৯ রান করে বাংলাদেশ। আর ১০ ওভার শেষে স্কোরবোর্ডে আসে ১ উইকেটে ৮৭। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, পরের ১০ ওভারে ৯ উইকেট হাতে থাকলেও রান আসে মাত্র ৬৭!

আরো সহজ করে বললে শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান কর‍তে পারে বাংলাদেশ। যার পেছনে বড় কারণ জাকের আলির ১৩ বলে ১২* ও শামীম পাটোয়ারীর ১১ বলে ১১ রানের ইনিংস।

বিশেষ করে জাকের শেষ দুই ওভারে নিজের খেলা ছয়টি বলের মধ্যে পাঁচটিই ডটবল খেলেন, কিছু বল তো ব্যাটেই লাগাতে পারেননি! আর তা নিয়ে জাকেরের কঠোর সমালোচনা করেছেন মিসবাহ।

শেষ তিন ওভারে ব্যাটে বল না লাগানো অপরাধ বলে মনে করেন তিনি। মিসবাহ বলেন, ‘ঠিক আছে জাকের বল মারতে পারছে না। কিন্তু এটা অপরাধ যে আপনি তিন ওভারে শুধু বল মিসই করে গেলেন।’

‘স্লোয়ার বল কিপারের কাছে যাচ্ছে, একটু সামনে বল দিলে সেটাও আপনি মিস করছেন। ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন ঠিক আছে, কিন্তু ব্যাটার হিসেবে বল ব্যাটে লাগা জরুরি।

‘এক রান তো আপনি যেকোনো জায়গায় খেললে পাবেন। একটু ফাঁকা জায়গায় খেললে দুই রানও নেয়া যায়। পুরোপুরি পরাস্ত হলে তো বল আর রানও সমান হবে না।’ যোগ করেন মিসবাহ।

শোয়েব মালিক জাকেরকে নিয়ে বলেন, জাকের আলীকে ওরা ফিনিশার বলে। কিন্তু আমরা দেখেছি, শেষের চার ওভারে সেট ব্যাটার হিসেবে আপনি খেলছেন, কিন্তু বল ব্যাটেই লাগাতে পারলেন না।

তিনি আরো বলেন, ‘তার মানে হচ্ছে জাকেরের কোনো সমস্যা হচ্ছে। ওটা ঠিক করতে হবে। চিন্তা করতে হবে, আপনার বিপরীতে অনেক এনালিস্ট কাজ করে, বিশ্লেষণ হয় গেম প্ল্যান নিয়ে।’