অধিনায়কত্ব হারাচ্ছেন আগা, আসন্ন টি-২০ সিরিজেই ফিরছেন সিনিয়ররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন
সতীর্থদের সাথে সালমান আলি আগা
সতীর্থদের সাথে সালমান আলি আগা |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

আগামী বছর অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। এটিকে সামনে রেখে দল গোছাতে মনোযোগী পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তারা বর্তমান অধিনায়ক সালমান আলি আগাকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাপারে একমত হয়েছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) জিও নিউজ জানিয়েছে, পাশাপাশি টি-২০ দলকে আরো সমৃদ্ধ করতে একাধিক সিনিয়র ক্রিকেটারকেও ফেরানোর পরিকল্পনা করছেন পিসিবির নির্বাচকরা।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাজে পারফরম্যান্স ও খারাপ অধিনায়কত্বের কারণে পদ হারাচ্ছেন সালমান আগা। তিনি ‍টুর্নামেন্টে ৭ ইনিংস ব্যাট করে ১২ গড় ও ৮০ স্ট্রাইকরেটে মাত্র ৭২ রান করেছেন। শুধু তাই নয়, গুরুত্বপূর্ণ সময়ে বাজেভাবে নিজের উইকেট হারানোর কারণেও আগার ওপর নির্বাচকরা বিরক্ত।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই সালমান আলিকে সরিয়ে নতুন কাউকে পাকিস্তান টি-২০ দলের অধিনায়কত্ব দেয়া হবে এবং দলে ২-৩ জন সিনিয়র খেলোয়াড় অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি নতুনরাও যুক্ত হতে পারেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজ আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে।