মিরপুরের জুজু কাটিয়ে আজ নতুন রূপে দেখা দিয়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। আগের দুই ম্যাচের ব্যর্থতা যেন পুষিয়ে দিচ্ছেন তারা। সিরিজ জেতার অলিখিত ফাইনালে দারুণ শুরু এনে দিয়েছেন দলকে।
টসে জিতে ব্যাট করতে নেমে দুজনেই খেলছেন টি-টোয়েন্টি মেজাজে। শুরুটা করেছিলেন সাইফ, তবে সেই পথ ধরে এগিয়ে গেছেন সৌম্যও। ৮ ওভারেই ৬০ রানে পৌঁছায় দল।
তাতে ৭ বছর ১০ মাস পর মিরপুরে ওয়ানডেতে উদ্বোধনী জুটি পেরোয় ৫০ রানের গণ্ডি। ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন এনামুল হক ও তামিম ইকবাল।
নবম ওভারে অবশ্য সাইফকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান এই হার্ডহিটার। তবে এরপর আর পেছনে ফেরেননি। অন্যদিকে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ফিফটি তুলে নেন সৌম্য।
৪৪ বলে ফিফটি তুলে নেন সাইফ হাসান। ৪ চার ও ৪ ছক্কায় ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন এই ব্যাটার। ফিফটির পর হয়ে উঠেছেন আরো বিধ্বংসী।
এই মুহূর্তে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১৮ রান। তাতে কেটেছে ১০ বছরের খরা। ওয়ানডেতে মিরপুরে শেষবার শতরানের উদ্বোধনী জুটি গড়েছিল বাংলাদেশ, ২০১৫ সালে ১১ নভেম্বর।
সেবার ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর এবার ১০ বছর পর এই কীর্তি গড়লেন সাইফ হাসান ও সৌম্য সরকার।
সাইফ ৫৫ বলে ৬২ ও সৌম্য ৪৭ বলে ৫৩ রানে ব্যাট করছেন।



