জমে উঠেছে গ্রেনাডা টেস্ট। আক্রমণ-পাল্টা আক্রমণে বাড়ছে রোমাঞ্চ। দু’দিন শেষ হলেও চালকের আসনে বসতে পারেনি কেউ। হিসেব করেই লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। একই সাথে শেষ হয় দিনের খেলাও। শুক্রবার দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলে ২৫৩ রান। ৩৩ রানের লিড পেয়ে যায় সফরকারীরা।
তবে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দু’ইনিংস মিলিয়ে সফরকারীদের লিড ৪৫ রানের, হাতে রয়েছে আট উইকেট।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ধাক্কা খায় দ্রুতই। শততম টেস্ট খেলতে নেমে ক্রেইগ ব্র্যাথওয়েট ফেরেন শূন্য রানেই। তিনে নামা কেসি কার্টি করেন ৬ রান।
জন ক্যাম্পবল অবশ্য ভালো শুরু পেয়েছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি। আউট হোন ৫২ বলে ৪০ করে। ৬৪ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে দেড় শ’ রানে পৌঁছে দেন ব্রেন্ডন কিং।
মাঝে রোস্টন (১৬) চেজের উইকেট হারায় ক্যারিবীয়রা। তবে ১৬৯ রানের পতন হয় জোড়া উইকেটের। যেখানে ছিলেন ব্রেন্ডন কিংও, ১০৮ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। শাইহোপ আউট হোন ২১ রানে।
দলীয় স্কোর যখন সাত উইকেটে ১৭৪, সেখান থেকে ক্যারিবীয়দের ২৫০ পৌঁছাতে বড় ভূমিকা রাখেন দুই ‘জোসেফ’৷ আলজারি জোসেফ ও শামার জোসেফ মিলেঅষ্টম উইকেটে যোগ করেন ৫১ রান।
শেষ পর্যন্ত ২৭ রানে লায়নের বলে আউট হন আলজারি, ২৯ রানে স্টার্কের বলে বোল্ড হন শামার। তবে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নাথান লায়ন নেন ৩ ও কামিন্স আর হ্যাজলউড নেন জোড়া উইকেট।
৩৩ রানের লিড পেয়েও স্বস্তিতে নেই অজিরা। আরো একবার ব্যর্থ তাদের ওপেনাররা। প্রথম ওভারেই ফেরেন স্যাম কনস্টাস (০)। আর উসমান খাজার ব্যাটে আসে মাত্র ২ রান। দু’জনকেই ফেরান সিলস।
ক্যামেরন গ্রিন (৬) ও নাইটওয়াচম্যান লায়ন (২) পরের সময়টুকু পার করে দেন কোনোরকমে।